Infosys: ওয়ার্ক ফ্রম হোমের দিন শেষ, মাসে অন্তত ১০দিন করে অফিসে আসুন, মেল করল ইনফোসিস

Advertisement

গোটা করোনা পর্ব জুড়ে ওয়ার্ক ফ্রম হোমে অভ্যস্ত হয়ে গিয়েছেন অনেকেই। আইটি সংস্থাতেও এই প্রবণতা ছিল। তবে এবার ইনফোসিস তাদের কর্মীদের জানিয়ে দিয়েছে মাসে ১০দিন করে অফিসে আসুন। কর্মীদের কাছে এই মেল পাঠানো হয়েছে বলে খবর।

মিড লেভেল ম্যানেজার, প্রজেক্ট হেড, এনট্রি লেভেল কর্মচারীদের কাছে এই মেল পাঠানো হয়েছে। মাসে ১০দিন করে অফিসে আসতে বলা হয়েছে। তবে এটা ধাপে ধাপে প্রয়োগ করা হচ্ছে।

কার্যত ইনফোসিসে এবার ঘর থেকে কাজ করার দিন শেষ। এবার অফিসে ফিরতে হবে কর্মচারীদের। তবে মূলত নীচুতলার কর্মীদের অফিসে ফেরার কথা বলা হচ্ছে।

১০দিন অফিসে আসার কথা বলা হয়েছে। রিটার্ন টু অফিসের অঙ্গ হিসাবে এই উদ্যোগ।

২০ নভেম্বর থেকে তাদের অফিসে আসার কথা বলা হয়েছে। পাশাপাশি অফিস কলিগদের মধ্য়ে যাতে সমণ্বয় থাকে সেজন্য বলা হয়েছে। এক্ষেত্রে তাদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

তবে এর আগে উইপ্রো,টিসিএসের মতো আইটি কোম্পানি জানিয়ে দিয়েছে সপ্তাহে অফিসে আসার ব্যাপারটা অভ্য়াস করে ফেলুন। এবার সেই রাস্তায় হাঁটছে ইনফোসিসও। ভারতের দ্বিতীয় বৃহত্তম আইটি ফার্ম হল ইনফোসিস। তবে করোনা পরিস্থিতির সময় এই ইনফোসিসে ওয়ার্ক ফ্রম হোম চালু হয়েছিল। সেই শুরু। তারপর থেকে তারা বাড়িতে বসেই কাজ করছিলেন। কিন্তু এবার তাঁদের ফিরতে হবে অফিসে।

আসলে কর্মীরা যাতে একে অপরকে চেনেন, পরস্পরের মধ্য়ে যাতে সমণ্বয় থাকে তার উপর জোর দেওয়া হচ্ছে। সেকারণে এবার মাসে অন্তত ১০দিন অফিসে আসার নির্দেশ।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।