#দুবাই: ওয়াসিম আক্রম থেকে শুরু করে শোয়েব আখতার। ভারত পাকিস্তানের সিরিজ শুরু করা নিয়ে ইচ্ছুক প্রাক্তন ক্রিকেটাররা। এই দুই দেশের লড়াই ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজের থেকেও বেশি গুরুত্বপূর্ণ মনে করেন ক্রিকেটপ্রেমীরা। অনেকে বলেন খেলা আর রাজনীতি আলাদা রাখতে। আসলে পাকিস্তানের সাথে সিরিজ আয়োজন সহজ ব্যাপার নয়। ভারত সরকারের সবুজ সঙ্কেত না পেলে বিসিসিআই এই ব্যাপারে এগোতে পারে না। প্রায় নয় বছর আগে ২০১২ সালের শেষ দিকে ভারত সফরে গিয়েছিল পাকিস্তান। দুই দেশের মধ্যে সেটিই ছিল সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ।
আরও পড়ুন – Sehwag on Hasan Ali : হাসান আলির ওপর পাকিস্তানি জনগণের ক্ষোভে কিছু ভুল দেখছেন না সেহওয়াগ
মাঝের সময়টায় আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট কিংবা এশিয়া কাপে বহুবার মুখোমুখি হলেও, তাদের নিজেদের মধ্যে কোনো সিরিজ হয়নি। দুই দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিকট ভবিষ্যতে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাবনা দেখছে না আইসিসিও। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডাইস এক্ষেত্রে দুই দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক সমন্বয়হীনতাকে দায়ী করেছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গত ২৪ অক্টোবর দুবাইয়ে হওয়া ভারত-পাকিস্তান ম্যাচটি দর্শকসংখ্যার পাশাপাশি অনেক রেকর্ড ছুঁয়েছে। তাতে দুই দেশের ভক্তদের মনে হয়তো দ্বিপাক্ষিক সিরিজের আশা একটু হলেও জেগেছে। তবে আইসিসি প্রধান নির্বাহী অ্যালারডাইস বলছেন ভিন্ন কথা, ‘যেকোনো দ্বিপাক্ষিক সিরিজে দুই বোর্ড রাজি হলেই আয়োজন করা সম্ভব। যদি বিসিসিআই ও পিসিবি রাজি না হয়, তাহলে আইসিসিরও সিরিজ আয়োজনের সাধ্য নেই।’
অ্যালারডাইস আরও যোগ করেছেন, ‘দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই উপভোগ্য। তবে দুই দেশের মধ্যকার যে সম্পর্ক, তাতে আশার আলো দেখা যাচ্ছে না।’ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই আসরেও ভারত-পাকিস্তানের মধ্যে কোনো টেস্ট সিরিজ রাখা হয়নি। এ বিষয়ে আইসিসি প্রধান নির্বাহী জানিয়েছেন, ‘এখানে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বাদ দেওয়া হয়েছে। তারা যদি ফাইনালে ওঠে, তাহলে নিরপেক্ষ ভেন্যুতে খেলা হবে।’
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা জানিয়েছিলেন তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহের সঙ্গে সু সম্পর্ক রেখে এগোতে চান। সৌরভের সঙ্গে কথা হয়েছিল তার। নিকট ভবিষ্যতে ভারত-পাক সিরিজ হওয়ার আশা একেবারেই যে নেই সেটা বলা যাবে না। পট পরিবর্তন হতে বেশি সময় লাগে না। তবে যেহেতু দেশটার নাম পাকিস্তান, ভারতের কাছে সিঁদুরে মেঘ দেখার মত ব্যাপার খানিকটা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC T20 World Cup, India Vs pakistan