শাহরুখ খানের জন্মদিন এসেই গেল। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এসআরকে ডে’তে কি এবার কিং খান ভক্তদের কিছু রিটার্ন গিফট দেবেন? হলে সেটা কী? ডাঙ্কি ছবির টিজার নয় তো?
কবে আসবে ডাঙ্কির টিজার?
শাহরুখ খান অভিনীত এবং রাজকুমার হিরানি পরিচালিত ডাঙ্কি আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। কানাঘুষোয় শোনা যাচ্ছে তার ঠিক আগে, ২ নভেম্বর কিং খানের জন্মদিনের দিনই নাকি এই ছবির টিজার মুক্তি পেতে চলেছে। এই বছর ৫৮ বছরে পা দেবেন বলিউডের বেতাজ বাদশা।
কখন মুক্তি পাবে ডাঙ্কির টিজার?
চলতি বছরে ইতিমধ্যেই শাহরুখ খানের দুটো ছবি মুক্তি পেয়ে গেছে। পাঠান গত জানুয়ারি এবং জওয়ান সেপ্টেম্বর মাসে মুক্তি পেয়েছে। দর্শকরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে কিং খানের দুটো ছবিকেই। দুটো সমস্ত রেকর্ড ভেঙে নিজেদের রেকর্ড গড়েছে। জওয়ান তো হিন্দি ছবির ইতিহাসে সব থেকে বেশি ব্যবসা করা ছবির খেতাব জিতেছে। এবার পালা ডাঙ্কির। এই ছবিটি শীতের ছুটির সময় আসছে। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে ডাঙ্কি।
আরও পড়ুন: ‘সেরাটা দিচ্ছি, এবার…’, ছোট পর্দার পরীক্ষার জন্য প্রস্তুত অঙ্গনা, ‘তুমি আশেপাশে থাকলে’ নিয়ে কী বললেন পারো?
আরও পড়ুন: কারও নাম ভুলে গেলে কী করেন অমিতাভ? কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে ফাঁস করলেন ট্রিকস!
এবার সূত্রের তরফে জানা গিয়েছে ২ নভেম্বর সকাল ১১টায় মুক্তি পাবে ডাঙ্কির টিজার। এসআরকে দিবস উদযাপনের জন্য সেদিনই প্রকাশ্যে আনা হবে এই ছবির টিজার।
এই ছবিতেই প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে কাজ করেছেন শাহরুখ খান। তবে জানেন কি এর আগেও শাহরুখের কাছে একাধিকবার সুযোগ এসেছিল রাজকুমার হিরানির সঙ্গে কাজ করার। আমির খান অভিনীত থ্রি ইডিয়টস ছবির অফার গিয়েছিল তাঁর কাছে। কিন্তু তিনি সেটায় রাজি হননি। পড়ে যদিও কফি উইথ করণে এসে বলেছিলেন তিনি চতুর্থ ইডিয়ট কারণ তিনি ছবিটি করেননি। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন দিয়া মির্জা, বোমান ইরানি, ধর্মেন্দ্র, সতীশ শাহ, প্রমুখ। কাজল এবং ভিকি কৌশলকে দেখা যাবে ক্যামিও চরিত্রে।