মুম্বই: কয়েকদিন ধরেই চর্চায় দীপিকা পাড়ুকোন। সামাজিক মাধ্যেমে তাঁকে নিয়ে মিম আর ট্রোলের ছড়াছড়ি। কফি উইথ করণে’র নতুন সিজন শুরু হয়ে গিয়েছে৷ সিজন ৮-এর প্রথম পর্বেই অতিথি হয়ে এসেছিলেন বি-টাউনের অন্যতম সেরা দম্পতি রণবীর সিং এবং দীপিকা পাডুকোন৷ জমজমাট এই পর্বে দুই তারকা নিজেদের ব্যক্তিগত জীবনের অনেক গোপন কথা ফাঁস করেন৷ রণবীরের সঙ্গে থাকাকালীনও অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দীপিকা৷ একথা প্রকাশ করতেই দীপিকাকে নিয়ে শুরু হয় নিন্দার ঝড়৷ এরই মধ্যে সামনে এসেছে আরেকটি পুরনো ভিডিও। সেখানেও সঙ্গী করণ জোহর।
একটি অ্যাওয়ার্ড ফাংশনে করণ দীপিকাকে আচমকা প্রশ্ন করে বসেন, ‘ব্যাড ব্রেথ বা মুখে দুর্গন্ধ বললে কার কথা মনে পড়ে?’ প্রথমে দীপিকা উত্তর দিতে না চাইলেও পরে তিনি মুখ খোলেন। হাসতে হাসতে বলেন, ‘অনেকে আছে, নাম বলা যাবে না।’ সে কথা শুনে করণ বলেন, ‘হ্যাঁ ঠিকই। এ নিয়ে তো আমাদের কথাও হয়েছে।’ তবে কারও নামই তাঁরা প্রকাশ করেননি। অবশ্য এ তালিকায় যে বলিউডের অনেকেই রয়েছেন করণ-দীপিকার কথা শুনে তা আর কারও বুঝতে বাকি নেই।
বলিতারকাদের বহু গোপন খবর কিন্তু অনেকেই জানেন না। যেমন আমেরিকায় গিয়ে মেক্সিকান খাবার খেয়েই ভিড়ের মধ্যে বাতকর্ম করে ফেলেছিলেন প্রিয়াঙ্কা৷ প্রকাশ্যে এই কাণ্ড ঘটালেও সেদিন কেউ টের পাননি৷ এ কথা তিনি নিজেই জানিয়েছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood