আর্জেন্টাইন তারকা, তথা ইন্টার মিয়ামির বর্তমান অধিনায়ক লিওনেল মেসি অষ্টমবার ব্যালন ডি’অর পুরস্কার জেতায় আনন্দে মেতে উঠেছে গোটা ফুটবল বিশ্ব। সোশ্যাল মিডিয়া জুড়ে বইছে শুভেচ্ছা বার্তার বন্যা। এরই মাঝে লিও মেসিকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করে বসলেন তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জানা গিয়েছে, দিয়ারিও এস-এর টমাস রনসেরো মেসিকে নিয়ে ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিয়ো পোস্ট করেন। এবং সেই পোস্টে চারটে হাসির ইমোজি দেন পর্তুগাল তারকা।
রনসেরো তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ভিডিয়ো পোস্টে জানান, মেসি ৮টি ব্যালন ডি’ওর-এর মধ্যে পাঁচটির উনি সত্যিই যোগ্য, তবে পুরস্কারটা আর্লিং হালান্ডকে দেওয়া উচিত ছিল। তিনি বলেন, ‘আমরা যা ভেবেছিলাম সেটাই হয়েছে। ফের ব্যালন ডি’অর দেওয়া হয়েছে মেসিকে। উনি মিয়ামিতেই অবসর নিতে গিয়েছিলেন, কিন্তু পিএসজিতে অবসর নিয়েছিলেন বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে। হ্যাঁ, উনি বিশ্বকাপ জিতেছেন ঠিকই, তবে ৬টি পেনাল্টি নিজেদের পক্ষে নিয়ে।’
এখানেই শেষ নয়, রনসেরো আরও জানান, ‘ফুটবল বিশ্বকাপ ১০ মাস আগে হয়েছিল, নভেম্বর মাসে। মেসির ঝুলিতে এখন ৮টি ব্যালন ডি’অর। পাঁচটির উনি সত্যিই যোগ্য। ওনার কাছে রয়েছে ইনিয়েস্তা, জাভি ও লেওয়ানডস্কির ব্যালন ডি’অর। এছাড়াও আর্লিং হালান্ডের ব্যালন ডি’অর পর্যন্ত রয়েছে মেসির কাছে।’
এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে আসার পর ময়দানে নামলেন পর্তুগাল তারকা, তথা আল নাসেরের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ভিডিয়োতে চারটে হাসির ইমোজি দেন তিনি। তবে এখনও বিষয়টা স্পষ্ট নয় যে তিনি এই হাসির ইমোজি দিয়ে কাকে কটাক্ষ করলেন, মেসির না রনসেরো। তবে এই ভিডিয়োটিতে কিছু লোকের সমর্থন এলেও, একেবারেই সমর্থন আসেনি মেসি ভক্তদের তরফ থেকে।
উল্লেখ্য, সোমবার, ৩০ অক্টোবর, মেসি নিজের অষ্টম ব্যালন ডি’অর পুরস্কার পান। পুরস্কার জিতে তিনি বলেন, ‘আগেও পেয়েছি ঠিকই তবে এবার এই পুরস্কার জিতে আমি দ্বিগুণ খুশি হয়েছি কারণ এই বছরই আমরা ফুটবল বিশ্বকাপ জিতি। সুতরাং এবারের পুরস্কার চিরকাল আমার মনের একটা বিশেষ জায়গায় থাকবে। এই পুরস্কার সমস্ত ফুটবল খেলোয়াড় পেতে চায়। আমিও খুশি এই পুরস্কার পেয়ে। এটা শুধু আমার কাছে গর্বের বিষয় নয়, আমার দল, আমার সতীর্থ এবং আমার দেশের কাছেও গর্বের বিষয়।’ এছাড়াও তিনি পুরস্কারটি প্রয়াত আর্জেন্তিনার তারকা দিয়েগো মারাদোনাকেও উৎসর্গ করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।