জিও ওয়ার্ল্ড প্লাজার উদ্বোধনী অনুষ্ঠানের তারকাখচিত বিভিন্ন মুহূর্ত এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এর মধ্যে সবথেকে বেশি ভাইরাল হয়েছে রণবীর সিংয়ের একটি ভিডিও। খোশমেজাজে মজাচ্ছলে নীতা আম্বানির ভূয়সী প্রশংসা করতে দেখা যায় অভিনেতাকে।ওই অনুষ্ঠানে অল-ব্যাক লুকে হট, হ্যান্ডসাম রণবীর নজর কেড়েছেন। নীতা আম্বানির দৃষ্টিভঙ্গিতে তৈরি ‘স্বদেশ’ ব্র্যান্ড মূলত ভারতীয় শিল্প এবং কারিগরির পরিচায়ক। আর সেই ব্র্যান্ডের শো-স্টপার ছিলেন অভিনেতা। মঞ্চে তখন বাজছে সিম্বা ছবির জনপ্রিয় গান আঁখ মারে। সেই গানের তালে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মঞ্চ যেন দাপিয়ে বেড়ালেন অভিনেতা।
সেই মঞ্চেই নীতা আম্বানির প্রশংসায় পঞ্চমুখ হলেন রণবীর। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি ডায়লগ ভাইরাল হয়েছে। এমনকী দিন কয়েক আগেই সেই ট্রেন্ডিং ডায়লগ বলে একটি ভিডিও পোস্ট করেছেন খোদ রণবীর-ঘরণী দীপিকা পাড়ুকোনও। এবার সেই সংলাপটি নীতা আম্বানির জন্য বলতে শোনা গেল রণবীরকে। নীতা আম্বানির উদ্দেশ্যে রণবীর বললেন, “সো বিউটিফুল, সো এলিগ্যান্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও।” আর অভিনেতার মুখে এই ভাইরাল সংলাপ শুনে দর্শকাসনে বসে থাকা নীতা আম্বানিকেও বেশ মজা করে হাসতে দেখা যায়।
আরও পড়ুন-কোটি কোটি টাকার সম্পত্তির মালিক কীভাবে হলেন ঐশ্বর্য? ৫০-এর জন্মদিনে ফাঁস অবাক করা তথ্য
আরও পড়ুন- বিছানায় ‘এটা’ই বেশি ব্যবহার করেন রণবীর! বিচ্ছেদের পরও ‘এক বাক্স’ উপহার দিতে চেয়েছিলেন দীপিকা, কী জানেন?
এরপর নীতা আম্বানির প্রশংসা করে অভিনেতা বলেন, “গোটা বিশ্ব তাঁকে শ্রীমতী নীতা মুকেশ আম্বানি বলে জানেন। কিন্তু আমরা তাঁকে ভালবেসে ভাবি (বৌদি) বলে ডাকি। দুর্দান্ত মনের মানুষ তিনি, সেই সঙ্গে অদম্যও বটে…”রণবীর সিংয়ের পাশাপাশি ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সলমন খান, করিনা কাপুর খান, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর, সারা আলি খান, সোনম কাপুর, মালাইকা অরোরা, রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া দেশমুখের মতো তারকারাও।
মঙ্গলবার জিও ওয়ার্ল্ড প্লাজা উদ্বোধনের কথা করেছিল রিলায়েন্স রিটেল। এখানে সেরার সেরা রিটেল ফ্যাশন এবং এন্টারটেনমেন্টের অভিজ্ঞতার স্বাদ পাওয়া যাবে। মুম্বইয়ের বিকেসি এলাকায় তৈরি হয়েছে জিও ওয়ার্ল্ড প্লাজা। নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার, জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার এবং জিও ওয়ার্ল্ড গার্ডেনের সঙ্গে সংযুক্ত এটি। আর বুধবার অর্থাৎ ১ নভেম্বর থেকে সাধারণ মানুষের জন্য খুলে গিয়েছে এর দরজা।এই প্রসঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর ইশা এম আম্বানি বলেন, “বিশ্বের সেরা সমস্ত ব্র্যান্ডকে ভারতে আনাই মূল লক্ষ্য জিও ওয়ার্ল্ড প্লাজার। শুধু তা-ই নয়, সেরা ভারতীয় ব্র্যান্ডগুলির দক্ষতা এবং কারিগরি প্রদর্শন করাও এর অন্যতম উদ্দেশ্য। যা এক অনন্য রিটেল অভিজ্ঞতা প্রদান করবে। উচ্চতর গ্রাহক অভিজ্ঞতা, শ্রেষ্ঠত্ব এবং উদ্ভাবনের প্রতি আবেগ প্রতিটি প্রয়াসে আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।”
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ranveer Singh