নভেম্বর মাসের শুরুতেই নবান্নে বসবে মন্ত্রিসভার বৈঠক, দীপাবলির আগে বড় সিদ্ধান্ত

Advertisement

প্রায় ৫০ দিন পর নবান্নে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুরু থেকে কাজ নিয়ে ব্যস্ত থাকেন মুখ্যমন্ত্রী। একাধিক দফতরের অফিসারদের সঙ্গে নানা আলোচনা করেন। এমনকী একের পর এক বৈঠকও করলেন। তবে একটি বড় সিদ্ধান্তও নিলেন। সেটি হল, মন্ত্রিসভার বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত করা। এদিন পুলিশ প্রশাসনেও রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষ মন্ত্রিসভার বৈঠক বসেছিল মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে। দুর্গাপুজোর আগে ১২ অক্টোবর সেই বৈঠক হয়েছিল। পয়ে চোটের জেরে মুখ্যমন্ত্রী তখন চিকিৎসকদের পরামর্শে বাড়ি থেকে বেরোচ্ছিলেন না। দুর্গাপুজোর ছুটির পর আবার বসতে চলেছে মন্ত্রিসভার বৈঠক।

কবে বসছে মন্ত্রিসভার বৈঠক?‌ আগামী ৮ নভেম্বর বসতে চলেছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠক বসবে নবান্নে। বিরোধীরা বলেছিলেন, এবার জেলে বসে মন্ত্রিসভার বৈঠক করতে হবে। সেটা এখন করতে হচ্ছে না। বরং নবান্নেই হবে বলে স্থির হয়েছে। ইডির হাতে গ্রেফতার হয়েছেন মন্ত্রিসভার সদস্য (‌বনমন্ত্রী)‌ তথা তৃণমূল কংগ্রেস নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। তারপর এই মন্ত্রিসভার বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই নবান্নে এসে মুখ্যমন্ত্রীর বৈঠক নানা গুঞ্জন তৈরি করল। তবে একাধিক দফতরের অফিসারদের নির্দেশিকা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন দেখার বিষয়, নতুন কেউ বনমন্ত্রীর পদ পান কিনা।

তারপর ঠিক কী হবে?‌ আগামী ৯ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়া সম্মিলিনী আছে। তাই ভেবেচিন্তে ৮ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকের দিন ঠিক হয়েছে। ওইদিন একাধিক বিষয়ে আলোচনা হবে। তার মধ্যেও গুরুত্বপূর্ণ হতে পারে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে থাকা দুই দফতরের ভবিষ্যৎ কার হাতে তুলে দেওয়া হতে পারে। যদিও এখন বন দফতরের কাজকর্ম আপাতত দেখছেন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। তাঁকেই কি পূর্ণ দায়িত্বে রাখা হবে?‌ নাকি অন্য কাউকে বন দফতরের ভার দেওয়া হবে সেই সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী। গত ২৭ অক্টোবর ইডি গ্রেফতার করে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। সেদিনই আদালত তাঁকে ১০ দিন ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল। এখন চলছে জেরা।

আরও পড়ুন:‌ ‘‌কথা হবে, দেখা হবে ও খেলা হবে’‌, অনুব্রতহীন বীরভূমে কাজলের গলায় চড়া স্লোগান

আর কী জানা যাচ্ছে?‌ এদিন রাজ্য পুলিশে গুরুত্বপূর্ণ রদবদল করেছেন মুখ্যমন্ত্রী। বিবেক সহায়কে হোমগার্ডের ডিজি পদে আনা হয়েছে। জ্ঞানবন্ত সিংকে আর্থিক অপরাধ সংক্রান্ত বিভাগের ডিরেক্টর করা হয়েছে। অজয় নন্দকে আনা হয়েছে এডিজি, সিআইএফ পদে। আগামী ৮ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকের পরদিন ৯ নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুর মিউজিয়ামে রাজ্যের শিল্পপতিদের নিয়ে বিজয় সম্মেলনী করবেন। ১২ নভেম্বর কালীপুজো। মুখ্যমন্ত্রীর বাড়িতেও কালীপুজো হয়। কালীপুজো মিটলেই রাজ্যে বসবে বিশ্ব বাণিজ্য সম্মেলনের আসর।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।