বেলাগাম গতিতে মা উড়ালপুলে গাড়ির ধাক্কা, থেঁতলে মৃত্যু চালকের, আহত ৪

Advertisement

কলকাতার মা উড়ালপুলে গভীর রাতে ফের ভয়াবহ দুর্ঘটনা। বেলাগাম গতিতে সায়েন্স সিটির কাছে ডিভাইডারে ধাক্কা মেরে দুমড়ে গেল গাড়ি। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চালকের। গাড়ির ৪ আরোহীকে উদ্ধার করে SSKM হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পথচলতি অন্যান্যরা জানিয়েছেন, রাত ১২টা নাগাদ হেস্টিংসের দিক থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল একটি গাড়ি। গাড়িতে ছিলেন চালকসহ ৪ জন। প্রবল বেগে ছুটছিল গাড়িটি। সায়েন্স সিটির বাঁকে এসে গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। সরাসরি ডিভাইডারে ধাক্কা মারেন তিনি। ধাক্কার জেরে উপড়ে যায় বাতিস্তম্ভ। পথ চলতি অন্যান্য গাড়ির চালকরাই উদ্ধারকারী দলকে খবর দেন। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে দেখে, স্টিয়ারিং ও সিটের মাঝখানে আটকে রয়েছেন চালক। গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে তাঁকে বার করতে হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এর পর একে একে আহতদের বার করে SSKM হাসপাতালে পাঠায় তারা।

সেই সময় সেখানে থাকা অন্যান্য চালকরা জানিয়েছেন, গাড়িটি বেলাগাম গতিতে ছুটছিল। প্রচণ্ড গতির কারণেই সায়েন্স সিটির বাঁকে এসে আর গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি তিনি। চালক মত্ত অবস্থায় ছিলেন কি না জানার চেষ্টা করছে পুলিশ। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।