Shah Rukh Khan Akshay Kumar: অক্ষয়ের সঙ্গে ছবি করবেন? শাহরুখের সোজা উত্তর, ‘হতেই পারে না’! কেন এমন বলেছিলেন বাদশা জানেন?

Advertisement

কলকাতা: দু’জনেই বলিউডের সুপারস্টার। একজন খিলাড়ি কিং, আরেকজন রোম্যান্সিং রাজা। কিন্তু বড় পর্দায় কোনওদিন একসঙ্গে দেখা যায়নি অক্ষয় কুমার ও শাহরুখ খানকে। কিন্তু কেন? হে বেবি ছবিতে ক্যামিও করেছিলেন শাহরুখ, আবার দিল তো পাগল হ্যায় ছবিতে ক্যামিও করেছিলেন অক্ষয়। কিন্তু একসঙ্গে দুই নায়ককে কখনও কাজ করতে দেখা যায়নি।

২০১৯ সালে একটি সাক্ষাৎকারে এ প্রসঙ্গে সোজা উত্তর দিয়েছিলেন শাহরুখ নিজেই। কেন একসঙ্গে ছবি করেন না শাহরুখ অক্ষয়? কোনও ব্যক্তিগত কারণ রয়েছে নাকি কোনওদিন ইচ্ছেই হয়নি তাঁদের? ভক্তদের মনেও এসেছে এমন প্রশ্ন। সেই সাক্ষাৎকারে শাহরুখকে এ প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অক্ষয়ের সঙ্গে কাজ করলে দারুণ হত। দুজনেরই সেটে দেখা হবে। ও বেরিয়ে যাচ্ছে, আমি ঢুকছি’।

আরও পড়ুন: পরিণীতি-রাঘবের বিয়েতে দেখা নেই প্রিয়াঙ্কা-নিকের, বোনের বিয়েতে কেন এলেন না দেশি গার্ল? ব্যস্ত অন্য অনুষ্ঠানে!

আসলে, বলিউডে কান পাতলেই শোনা যায় অক্ষয় কুমারের ফিটনেসের রহস্য তাঁর সকালের রুটিন। ভোরবেলা উঠে কাজ শুরু করেন অক্ষয়। যান না কোনও পার্টিতেও। অন্যদিকে, রাতজাগা পাখি শাহরুখ। ছবির শ্যুটিংও করেন মধ্যরাত পর্যন্ত। অক্ষয় শ্যুটিং করেন সকাল ৯-৫টার শিফটে। সেখানে শাহরুখ কাজ শুরুই করেন দুপুরের পর।

আরও পড়ুন: তিস্তার পারে বসে কাঞ্চনজঙ্ঘা দর্শন, জলপাইগুড়ি শহরে অবিশ্বাস্য দৃশ্য! দেখুন

শাহরুখ নিজেই মজা করে সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি কী বলব এ নিয়ে, আমি ওঁর মতো অত সকালে উঠি না। আমি যখন কাজ শুরু করি তখন অক্ষয় কাজ শেষ করে বাড়ি ফেরে। আমার মতো এত রাজ অবধি কাজ করতে অনেকেই পছন্দ করেন না’। শাহরুখের এই কথাতেই লুকিয়ে হাজার হাজার ভক্তের মনের কথার উত্তর।

Published by:Raima Chakraborty

First published:

Tags: Akshay Kumar, Shah Rukh Khan

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।