উদয়পুর: চার মাসের অপেক্ষার অবসান। আম আদমি পার্টি তথা আপ সাংসদ রাঘব চড্ডার সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন পরিণীতি চোপড়া। রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে চার হাত এক হল রাঘব ও পরিণীতির। কিন্তু পরিণীতের বিয়েতে দেখা গেল না আরেক তারকা অভিনেত্রী, কনের তুতো দিদি প্রিয়াঙ্কা চোপড়াকে। কোথায় প্রিয়াঙ্কা? পরিণীতির বিয়েতে কেন এলেন না তিনি?
২০২০ সালে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়েও হয়েছিল রাজস্থানের যোধপুরে। সেই সময় দিদির বিয়ে উপলক্ষে অনুষ্ঠানের শেষদিন পর্যন্ত দেখা গিয়েছিল পরিণীতিকে। কিন্তু পরিণীতির বিয়েতে গরহাজির প্রিয়াঙ্কা। জল্পনা ছিল মেয়ে মালতীকে নিয়ে ২৩ সেপ্টেম্বর উদয়পুর আসবেন প্রিয়াঙ্কা। তবে যত বেলা গড়াল প্রায় স্পষ্ট হয়ে যায় যে রাঘব-পরিণীতির জীবনের এমন একটা দিনের সাক্ষী থাকছেন না প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস বা মালতী কেউই।
আরও পড়ুন: ‘ডিজাইনে গলদ’, তাহলে কি ভাঙা হচ্ছে চিংড়িঘাটা উড়ালপুল? সিদ্ধান্ত জানিয়ে দিলেন ফিরহাদ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Parineeti Chopra, Parineeti Raghav Wedding, Priyanka Chopra