Parineeti Chopra Raghav Chadha Wedding: পরিণীতি-রাঘবের বিয়েতে দেখা নেই প্রিয়াঙ্কা-নিকের, বোনের বিয়েতে কেন এলেন না দেশি গার্ল? ব্যস্ত অন্য অনুষ্ঠানে!

Advertisement

উদয়পুর: চার মাসের অপেক্ষার অবসান। আম আদমি পার্টি তথা আপ সাংসদ রাঘব চড্ডার সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন পরিণীতি চোপড়া। রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে চার হাত এক হল রাঘব ও পরিণীতির। কিন্তু পরিণীতের বিয়েতে দেখা গেল না আরেক তারকা অভিনেত্রী, কনের তুতো দিদি প্রিয়াঙ্কা চোপড়াকে। কোথায় প্রিয়াঙ্কা? পরিণীতির বিয়েতে কেন এলেন না তিনি?

২০২০ সালে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়েও হয়েছিল রাজস্থানের যোধপুরে। সেই সময় দিদির বিয়ে উপলক্ষে অনুষ্ঠানের শেষদিন পর্যন্ত দেখা গিয়েছিল পরিণীতিকে। কিন্তু পরিণীতির বিয়েতে গরহাজির প্রিয়াঙ্কা। জল্পনা ছিল মেয়ে মালতীকে নিয়ে ২৩ সেপ্টেম্বর উদয়পুর আসবেন প্রিয়াঙ্কা। তবে যত বেলা গড়াল প্রায় স্পষ্ট হয়ে যায় যে রাঘব-পরিণীতির জীবনের এমন একটা দিনের সাক্ষী থাকছেন না প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস বা মালতী কেউই।

আরও পড়ুন: ‘ডিজাইনে গলদ’, তাহলে কি ভাঙা হচ্ছে চিংড়িঘাটা উড়ালপুল? সিদ্ধান্ত জানিয়ে দিলেন ফিরহাদ

Published by:Raima Chakraborty

First published:

Tags: Parineeti Chopra, Parineeti Raghav Wedding, Priyanka Chopra

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।