২৬ হাজার থেকে ১ লাখ! এই অভিনেত্রীর আধ-খাওয়া আপেল কেনার জন্য মুখিয়ে থাকত সকলে actress half eaten apple of silk smitha hot south actress was auctioned for whopping rs from 26000 to 1 lakh rupee the dirty picture – News18 Bangla

Advertisement

সূত্রের খবর অনুযায়ী, একবার সিল্ক স্মিতা একটি ছবির শ‍্যুটিং করছিলেন, বং বিরতির সময় অভিনেত্রী একটি আপেল তুলে কামড় দিয়েছিলেন। এর পরে, তাকে অবিলম্বে শটের জন্য ডাকা হলে, অভিনেত্রী আপেলটি একপাশে রেখে শটের জন্য চলে যান। তারপর শ‍্যুটিংয়ে উপস্থিত এক ব্যক্তি তার আধ-খাওয়া আপেলটি লক্ষ্য করে। অভিনেত্রীর আধ-খাওয়া আপেল নিয়ে চম্পট দেয়।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।