সাত বছরে ২৬ বার বিদেশযাত্রা, ‘জনৈক জনপ্রতিনিধি’কে নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর

Advertisement

বারবার বিদেশ যাত্রা করে বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছেন এক জনপ্রতিনিধি। বিদেশযাত্রার তালিকা তুলে ধরে এক্স হ্যান্ডেলে এমনই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কবে সেই জনপ্রতিনিধি কে তার উল্লেখ করেননি তিনি। যার ফলে নতুন করে শুরু হয়েছে জল্পনা।

রবিবার সকালে ২টি ছবি প্রকাশ করেন শুভেন্দুবাবু। তার মধ্যে একটি ঘনঘন বিদেশযাত্রা করেন এমন একজনের যাত্রার তালিকা। অন্যটি নিজের ডিপ্লোমেটিক পাসপোর্ট ও তার সাদা পাতা। বিদেশযাত্রা করলে যেখানে অভিবাসন দফতর সিল মেরে থাকে।

ছবি দুটি পোস্ট করে শুভেন্দুবাবু লিখেছেন, ‘১০ বছর ধরে জনপ্রতিনিধি থাকার পরেও নিজের কেন্দ্রের তৃণমূল স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেননি এমন একজন জনপ্রতিনিধি ঘন ঘন বিদেশযাত্রা করেছেন। ঘটনাচক্রে ২০১৪ সালের আগে তাকে খুব বেশি এরকম বিদেশ সফরে যেতে দেখা যায়নি। আর ২০১১ সালের আগে তো তিনি কখনও বিদেশেই যাননি। ২০১৪ সালে তিনি বুঝতে পারেন অবৈধ টাকা রাখার সব থেকে ভালো জায়গা হল বিদেশ।’

 

শুভেন্দু অধিকারীর প্রকাশ করা তালিকা। 

Advertisement

তিনি আরও লিখেছেন, ‘উলটো দিকে আমার কাছে ২০০৯ সাল থেকে ডিপ্লোমেটিক পাসপোর্ট থাকলেও আমি কখনও তা ব্যবহার করার সুযোগ পাইনি। এখনও আমার পাসপোর্টে কোনও স্ট্যাম্প পড়েনি। আমার কানে এসেছে যে খুব ফড়ফড় করা সেই ঘন ঘন বিদেশযাত্রাকারী আতঙ্কে আছেন, তাঁকে যে কোনও সময় মাটিতে নামানো হতে পারে একথা জেনে।’

শুভেন্দুর টুইটের জবাবে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারী নাম বলুন।’

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।