বেআইনি নির্মাণের খবর কেন মিলছে না?‌ মেয়র চালু করলেন নয়া ফোন নম্বর

Advertisement

বেআইনি বাড়ি অথবা বেআইনি নির্মাণ বেড়ে উঠেছে শহরে বলে অভিযোগ। আর এই খবর সঠিক সময়ে আসছে না কলকাতা পুরসভার কাছে। তাই নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ মেয়র ফিরহাদ হাকিম। ইতিমধ্যেই বেআইনি নির্মাণ ভাঙতে কেন্দ্রীয় টিম তৈরি করার নির্দেশ দিয়েছেন মেয়র। তবে এই বেআইনি নির্মাণ বা বাড়ির খবর আসছে টক টু মেয়র অনুষ্ঠানে। কলকাতা পুরসভার অফিসাররা আগে খবর পাচ্ছেন না। এটা নিয়েই ক্ষোভ রয়েছে মেয়রের। আর খবর যখন এসে পৌঁছচ্ছে তখন দেখা যাচ্ছে বেআইনি বাড়ি তৈরি হয়ে তাতে লোক বসবাস শুরু করেছে। কেন সময় মতো খবর পৌঁছচ্ছে না? এই প্রশ্ন তুলে ক্ষোভপ্রকাশ করেছেন মেয়র।

কলকাতা পুরসভা সূত্রে খবর, বেআইনি বাড়ি তৈরি হচ্ছে সেটা সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। তাও যাঁরা জানতে বা দেখতে পাচ্ছেন তাঁরা টক টু মেয়র অনুষ্ঠানে ফোন করে জানাচ্ছেন। যে খবর আগেই পাওয়া উচিত পুরসভার বিল্ডিং বিভাগের। সেখানে কেন তাঁরা খবর পাচ্ছেন না?‌ উঠেছে প্রশ্ন। সেখানে লোকবলের অভাবে এই খবর সঠিক সময়ে আসছে না বলে সূত্রের খবর। কলকাতা পুরসভার ওয়ার্ডের সাব–অ‌্যাসিস্ট‌্যান্ট ইঞ্জিনিয়ার একবার দেখলেই বুঝতে পারেন কোনটি বেআইনি নির্মাণ। কলকাতা পুরসভার ১৪৪টা ওয়ার্ডের জন্য ১৪৪ জন সাব–অ‌্যাসিস্ট‌্যান্ট ইঞ্জিনিয়ার থাকার কথা। এটাই নিয়ম। সেখানে আছেন মোট ৫০ জন। তাই বাড়তি কাজের চাপ থাকায় সঠিক সময়ে মিলছে না খবর।

মেয়র যখন এমন প্রশ্ন তুলেছেন তখন পাল্টা ২০ জন সাব–অ‌্যাসিস্ট‌্যান্ট ইঞ্জিনিয়ার লাগবে বলে জানান বিল্ডিং বিভাগের অফিসাররা। তাহলেই শহরের একাধিক ওয়ার্ডে গজিয়ে ওঠা বেআইনি বিল্ডিং ধরে ফেলা যাবে। সময়মতো খবর পেতে হলে কলকাতা পুরসভাকে ইঞ্জিনিয়ার নিয়োগ করতে হবে। বেআইনি বাড়ি ভাঙতে সমস‌্যা হচ্ছে, কারণ সাব–অ‌্যাসিস্ট‌্যান্ট ইঞ্জিনিয়ার কম আছে। টক টু মেয়রে ফোন করে বেআইনি বাড়ির খবর দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কয়েকদিন আগে মেয়রের সহপাঠী সৈকত চ‌ট্টোপাধ‌্যায় ফোন করে বেআইনি বিল্ডিং তৈরির অভিযোগ করেন। সেটা গার্ডেনরিচের ঘটনা।

আরও পড়ুন:‌ সংখ্যালঘু ডব্লুবিসিএস পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা, শহরে এসে মিলবে সুবিধা

আর কী জানা যাচ্ছে?‌ কলকাতা পুরসভা সূত্রে খবর, বেআইনি বাড়ির খবর তো মিলছে না তার উপরে আক্রমণ নেমে আসছে বলে অভিযোগ। এই কারণে কেন্দ্রীয় টিম তৈরি করার পক্ষে সওয়াল করেছেন মেয়র। তাছাড়া একজন সাব–অ‌্যাসিস্ট‌্যান্ট ইঞ্জিনিয়ারের কাজ অনেক। বাড়ির নকশা খতিয়ে দেখা থেকে শুরু করে নির্মাণের অনুমোদন দিতে হয় সাব–অ‌্যাসিস্ট‌্যান্ট ইঞ্জিনিয়ারদের। বিপজ্জনক বাড়ি ভেঙে পড়লেও সেটা দেখতে হয় তাঁদের। লোকবলের অভাবে কাজ ধীরগতিতে চলছে। সমস‌্যা মেটাতে দ্রুত ব‌্যবস্থা নিতে মেয়র নতুন ফোন নম্বর চালু করেছেন। বেআইনি বাড়ি বা নির্মাণের সন্ধান পেতে ৮৩৫৫৯৯৯১১১ এই নম্বরে ফোন করতে পারবেন যে কেউ।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।