‘ঠগবন্ধন’এ যোগদানের পর বাম – কং-এর বিশ্বাসযোগ্যতা ধূলিস্মাৎ হয়ে গিয়েছ: শুভেন্দু

Advertisement

INDIA জোটে অংশগ্রহণের পর রাজ্যে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে কংগ্রেস ও সিপিআইএম। রবিবার এমনই দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি দাবি করেন, রাজ্যে কোনও তৃতীয় শক্তি নেই।

রবিবার শুভেন্দুবাবুকে বলতে শোনা যায়, ‘এটা ‘গঠবন্ধন’ নয় ‘ঠগবন্ধন’, গ্রুপ 420. এরা এক জায়গায় মিলেছে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আটকানোর জন্য। এরা অপ্রাসঙ্গিক’।

তিনি বলেন, ‘পশ্চিমবাংলায় সিপিএম ও কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা বেঙ্গালোর, পটনা ও মুম্বইয়ের বৈঠকের পরে একেবারে ধূলিস্মাৎ হওয়ার দিকে যাচ্ছে। কয়েক দিনের ব্যবধানে পঞ্চায়েত ভোট ও ধূপগুড়ি বিধানসভা উপ নির্বাচনে বাম ও কংগ্রেসের ভোট ৬ শতাংশ কমেছে। এখনো যে টুকু ভোট কাটছে মূলত হিন্দু ভোট কাটছে তৃণমূলকে সুবিধা করার জন্য। মানুষ খুব সচেতন। আগামী দিনে বাম – কংগ্রেসের ভোট আরও নেমে যাবে। মানুষের কাছে এখন ২টো রাস্তা, চোরেদের রাখব, না চোরেদের সরাব। চোরেদের রাখতে গেলে পিসি ভাইপো। চোরেদের সরাতে গেলে বিজেপি। কোনও তৃতীয় শক্তি পশ্চিমবঙ্গে নেই’।

ধূপগুড়ি বিধানসভা উপ নির্বাচনে শোচনীয় পরাজয় হয়েছে বাম – কংগ্রেস জোটের। সেখানে জোট প্রার্থী ৬.৫২ শতাংশ পেয়েছেন। যদিও বাম – কংগ্রেসের দাবি, মেরুকরণের জেরে এই দশা হয়েছে তাদের।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।