শুভব্রত মুখার্জি:- এশিয়ান গেমসের ১৯তম আসরে অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট। এবার এশিয়ান গেমসের ক্রিকেট থেকে ভারতীয় দল দেশকে পদক এনে দেবে বলে আশা করেছেন বিশেষজ্ঞরা। তবে এশিয়ান গেমসে যাওয়ার আগেই যেন ভারতীয় পুরুষ দলের জন্য এল কিছুটা হলেও খারাপ খবর। টুর্নামেন্টে অংশ নিতে উড়ে যাওয়ার আগেই নিজেদের ওয়ার্ম আপ ম্যাচে হেরে বসল ভারতীয় দল। কর্ণাটকের বিরুদ্ধে ম্যাচে হেরে গেল তারা। ম্যাচে তাদেরকে ছয় উইকেটে হারিয়ে দিল কর্ণাটক দল।
ম্যাচে ২০ ওভারে মাত্র ১৩৩ রান করে হাংঝাউর জন্য নির্বাচিত হওয়া ভারতীয় দল। এদিন ম্যাচে অল আউট হয়ে যায় তারা। কর্ণাটকের হয়ে এদিন ম্যাচে দুরন্ত বোলিং করেন মনোজ ভানডাগে। ম্যাচে তিনি মাত্র ১৫ রান দিয়ে নেন চারটি উইকেট। তাঁর দুরন্ত বোলিং পারফরম্যান্সে ভর করেই হাংঝাউর এশিয়ান গেমসে নির্বাচিত হওয়া ভারতীয় দলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় কর্ণাটক দল। ইতিমধ্যেই মেয়েদের ভারতীয় দল পৌঁছে গিয়েছে এশিয়ান গেমসের সেমিফাইনালে। সেখানে ভারতীয় পুরুষ দলের এই পারফরম্যান্স নিঃসন্দেহে শঙ্কার।
আরও পড়ুন:- Asian Games Cricket: সেমিফাইনালে ভারত-বাংলাদেশের লড়াই, যারা জিতবে পদক নিশ্চিত, দেখে নিন শেষ চারের সূচি
১৯.১ ওভারে এদিন চার উইকেট হারিয়ে ১৩৬ রান করে ম্যাচ জয় নিশ্চিত করে কর্ণাটক দল। কর্ণাটকের হয়ে সর্বোচ্চ স্কোর করেন মনীশ পান্ডে। ৪০ বলে করেন অপরাজিত ৫২ রান। এছাড়াও এল আর চেতন ২৯, ময়াঙ্ক আগরওয়াল ১৯ এবং অভিনব মনোহর ১৭ রানে অপরাজিত থাকেন। ভারতীয় দলের হয়ে যশস্বী জসওয়াল এবং প্রভসিমরন সিং শুরুটা দারুণ করেছিলেন। তবে বাকিরা কর্ণাটকের বোলারদের বিরুদ্ধে দাঁড়াতে পারেননি।
আরও পড়ুন:- World Cup 2023 Prize Money: ট্রফি ছাড়াও বিশ্বচ্যাম্পিয়নরা পকেট ভরে টাকা নিয়ে মাঠ ছাড়বে, পুরস্কার মূল্য ঘোষণা করল ICC
যশস্বী ৩১ এবং প্রভসিমরন ৪৯ রান করেন। রাহুল ত্রিপাঠী, রিঙ্কু সিং, শিবম দুবেরা এদিন ব্যাট হাতে খুব একটা ভালো খেলতে পারেননি। প্রসঙ্গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমসের ছেলেদের ক্রিকেট ইভেন্ট। চলবে ৮ অক্টোবর পর্যন্ত।