Shubhneet Singh Controversy: ‘ভালোবাসা ছড়ান’, কানাডিয়ান গায়ক শুভ বিতর্কে মত এপি ধিলনের, ‘খলিস্তানি’ তকমা দিলেন কঙ্গনা

Advertisement

কানাডিয়ান গায়ক শুভকে নিয়ে বিগত কয়েকদিন ধরে চরম বিতর্ক চলছে। একাধিক ভারতীয় তারকা তাঁর বিরোধিতা করেছেন, কেউ কেউ আবার তাঁকে সমর্থন করেছেন। কঙ্গনা রানাওয়াত, বিরাট কোহলিরা মুখ ফিরিয়েছেন শুভর থেকে। অন্যদিকে এপি ধিলন কিন্তু আবার শুভর হয়েই কথা বলেছেন।

কী নিয়ে শুভনীতকে নিয়ে বিতর্ক?

এই ২৬ বছর বয়সী কানাডিয়ান গায়ক এলিভেটেড, অফ শোর, উই রোলিং, ইত্যাদি গানের জন্য ভীষণ বিখ্যাত। দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে তাঁর ভক্তরা। তাঁর গানে একটা সময় বিরাট কোহলিকে নাচতে পর্যন্ত দেখা গিয়েছিল। তিনি কিছুদিন আগে একটি পোস্ট করেন যেখানে তিনি পঞ্জাবের জন্য প্রার্থনা করেন। সেই পোস্টে তিনি ভারতের বিকৃত মানচিত্র পোস্ট করেন। এই মানচিত্রে জম্মু কাশ্মীর, পঞ্জাব, উত্তর পূর্বের দেশগুলি ভারতের ম্যাপে ছিল না। তাতেই সকলে ক্ষেপে গিয়েছে তার বিরুদ্ধে। আর গোটা ঘটনা ঘটেছে তাঁর ভারত সফরের আগে। দেশের ১০টি শহরে এসে পারফর্ম করার কথা ছিল শুভর।

কারা কারা শুভনীতের বিরুদ্ধে কথা বললেন?

বিরাট কোহলি, কেএল রাহুলের মতো একাধিক তারকা তাঁকে আনফলো করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। মুখ খুলেছেন কঙ্গনা রানাওয়াত। তিনি পুনরায় খলিস্তান প্রসঙ্গে সরব হন। তিনি এদিন লেখেন, ‘শিখ সম্প্রদায়ের মানুষজন খলিস্তানিদের থেকে নিজেদের এবার আলাদা করুন। আরও বেশি সংখ্যক শিখ যেন এগিয়ে আসেন অখণ্ড ভারতের সমর্থনে। আমি খলিস্তানের বিরুদ্ধে কথা বলায় যেভাবে আমার ছবিকে এবং আমায় বয়কট করেছে শিখ সম্প্রদায় সেটা ঠিক নয়।’ তিনি তাঁর উপদেশ দিয়ে আরও বলেন, ‘অতীতেও খলিস্তানিরা শিখ সম্প্রদায়ের ক্ষতি করেছে। আমি শিখদের অনুরোধ করব তাঁরা যেন ধর্মের নামে খালিস্তানি আতঙ্কবাদীদের দ্বারা প্ররোচিত না হন সেই দিকে খেয়াল রাখতে।’

আরও পড়ুন: ‘খলিস্তানিদের থেকে দূরে থাকুন…’ কানাডিয়ান গায়ক শুভ বিতর্কে শিখদের উপদেশ কঙ্গনার

এপি ধিলন কী লেখেন শুভর হয়ে?

এই গায়ক তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমি সব কিছুর থেকে দূরে থাকি কারণ সোশ্যাল মিডিয়ায় আমি যা বলি বা করি সেটা একটা লস্ট কেস। আমি কী বলছি, কী করছি সেটা লোকজন তাঁদের মতো করে ধরে নেবে, বুঝে নেবে। শিল্পী হিসেবে এটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে নিজের কাজে ফোকাস থাকা, বা কিছু করা।’ তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলি আমাদের পাবলিক ইমেজকে তাঁদের এজেন্ডা পূরণ করার জন্য। ভালোবাসা ছড়ান , ঘৃনা নয়।’

ধিলনের পোস্ট

Advertisement

প্রসঙ্গত শুভর ভারত সফর বাতিল করা হয়েছে ইতিমধ্যেই।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।