3 Idiots actor Akhil Mishra dies: ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা অখিল মিশ্রর মৃত্যুতে মুখ খুললেন ক্যানসার আক্রান্ত ছেলে অনুভব

Advertisement

বাড়িতে রান্নাঘরে পড়ে গিয়ে মাথায় চোট, তারপর হঠাৎই মৃত্যু হয় থ্রি ইডিয়টস-এর ‘দুবে’ অর্থাৎ অভিনেতা অখিল মিশ্র-র! অভিনেতার এই মৃত্যু শোক এখনও কাটিয়ে উঠতে পারছেন না তাঁর পরিবার। অনেকেই হয়ত জানেন না, অখিল মিশ্রা নিজে কখনও সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা করেননি। কারণ, ভাই মারা যাওয়ার পর ভাইপোকেই সন্তান স্নেহে বড় করেছেন। তাঁর সেই ছেলে অনুভব মিশ্রর কথায়, ‘আমাদের পরিবার এখনও গোটা ঘটনা থেকে বের হতে পারছি না।’

অনুভব মিশ্র নিজেও ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। তাঁর কথায়, ‘আমি ব্যক্তিগত জীবনে এবং কর্মজীবনে দুই ক্ষেত্রেই বাবার মতো হতে চাই। সত্যিটা হল আমরা এখনও খবরটা মানতেই পারছি না যে উনি আমাদের সঙ্গে নেই। এটা আমাদের পক্ষে মেনে নেওয়া খুব মুশকিল।’ তাঁর কথায়, ‘আমি ছোট থেকে যখন বড় হয়েছি, সবসময়ই ওঁকে (অখিল মিশ্র) অনুসরণ করে এসেছি। উনি অভিনেতা হিসাবে ভীষণই প্রতিভাবান, আমার মানুষ হিসাবেও দারুণ। ওঁর মৃত্যু আমাদের পরিবারের কাছে, ওঁর অনুরাগীর কাছে একটা বড় ক্ষতি।’

আরও পড়ুন-রানের সঙ্গে ইতালিতে কোয়েল মল্লিক, ছেলে কবীর কোথায়? প্রশ্ন নেটপাড়ার

আরও পড়ুন-‘জানে জা’ জুড়ে চলল ইদুঁর-বিড়াল খেলা, করিনা দারুণ, চোখ দিয়েই বাজি মারলেন জয়দীপ

অনুভব মিশ্র-সুজান বার্নাট-অখিল মিশ্র

Advertisement

এদিকে স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর জার্মান অভিনেত্রী স্ত্রী সুজান বার্নাট। ঘটনাটি যখন ঘটে তখন বাড়িতে ছিলেন না সুজান। শ্যুটিংয়ের জন্য গিয়েছিলেন হায়দরাবাদে। ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত বাড়ি ফিরে আসেন। জানা যাচ্ছে, রান্নাঘরে টুলে উঠে কিছু একটা জিনিস নিতে গিয়ে পা পিছলে যায় অভিনেতার। মাথায় গুরুতর চোট পান তিনি। আর তাতেই মৃত্য়ু হয় অভিনেতা অখিল মিশ্র-র। ২০০৯ সালের ৩ ফেব্রুয়ারি জার্মান অভিনেত্রী সুজান বার্নাটকে বিয়ে করেন অখিল মিশ্র। এরপর ২০১১ সালের ৩০ সেপ্টেম্বর বেশ ধুমধাম করে হয় তাঁদের সামাজিক বিয়ে। সুজান মাসখানেক আগেই জানিয়েছিলেন অখিল তাঁকে ভালো করে হিন্দি শিখতে সাহায্য করেছেন, যাতে তিনি আরও বেশি করতে বলিউডে কাজ পান।

প্রসঙ্গত, ‘থ্রি ইডিয়টস’-এর লাইব্রেরিয়ান ‘দুবে’র চরিত্রটি ছাড়াও শাহরুখ খানের ‘ডন’ ছাড়াও বলিউডের আরও বহু ছবি এবং হিন্দি সিরিয়ালে কাজ করেছেন অভিনেতা অখিল মিশ্র।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।