Shah Rukh at Ambani’s Ganesh Puja: শাহরুখ আর তাঁর খুদে কার্বন কপি! আম্বানিদের গণেশ পুজোর ছবি দেখে কেন এমন বলছে সবাই

Advertisement

মুম্বইয়ের বিলাসবহুল বাড়ি অ্যান্টিলিয়াতে জাঁকজমক করে গণেশ আরাধনা করেন শিল্পপতি মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানি। গত ১৯ সেপ্টেম্বর আম্বানিদের বাড়ির গণেশ পুজোতে হাজির ছিল গোটা বলিউড। আম্বানিদের বাড়ির গণেশ পুজোয় সপরিবারে যোগ দিয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান। প্রতি বছরের মতোই এ বছরও আম্বানিদের পুজোয় ছিল চাঁদের হাট।

এ দিন স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খান, ছোট ছেলে আব্রাম খান এবং শাশুরি মায়ের সঙ্গে আম্বানিদের অনুষ্ঠানে যোগ দেন শাহরুখ। ছোট ছেলে আব্রাহামের হাত ধরে অনুষ্ঠান বাড়িতে পৌঁছতে দেখা গিয়েছে কিং খানকে। বাদামী রঙের পাঠানি কুর্তা এবং কালো পাজামা পরে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শাহরুখ। ছোট্ট আব্রাম পরেছিল আকাশি রঙের কুর্তা এবং পাজামা। সে যেন এক্কেবারে বাবা শাহরুখের কার্বন কপি। আরও পড়ুন: আম্বানিদের বাড়িতে ধুমধাম করে গণেশ পুজো, যোগ দিল গোটা বলিউড, হাজির কারা

এ দিন শাহরুখের পাশাপাশি চর্চায় ছিল গৌরীর লুক। দুধ সাদা ঝলমলে সারারা পরে আম্বানিদের গণেশ পুজোয় প্রতিবারের মতো যোগ দেন গৌরী খান। শাহরুখ কন্যা সুহানাও মায়ের সঙ্গে রংমিলিয়ে স্টাইলিশ ভারী কাজের সালোয়ার পরেছেন। আম্বানিদের বাড়িতে প্রবেশ করতেই পাপারাৎজ্জির ক্যামেরার ঝলকানি উপচে পড়ে তারকা পরিবারের উপর। অ্যান্টিলিয়ার লনে দাঁড়িয়ে পাপারাৎজ্জির সামনে সপরিবারে পোজ দেন শাহরুখ।

এ দিন খুদে আব্রামকে শাহরুখের সঙ্গে দেখা নেটিজেনদের মন্তব্য, সে যেন বাবার কার্বন কপি। অনেকেরই দাবি, তাঁর হাবভাব, চালচলন যেন একেবারে শাহরুখের মতো। অনুষ্ঠান বাড়িতে প্রবেশের মুখে বাবা শাহরুখের হাত শক্ত করে ধরে থাকতে দেখা গিয়েছে খুদেকে।

উল্লেখ্য, আপতত ‘জওয়ান’-এর সাফল্য চুটিয়ে উপভোগ করছেন শাহরুখ। বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়েই চলেছে শাহরুখ খানের ‘জওয়ান’। ইতিমধ্যেই বিশ্ব বক্স অফিসে সাড়ে ৮০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে অ্যাটলি কুমারের এই ছবি। খবর, ‘জওয়ান’-এর ওটিটির স্বস্ত্ব ২৫০ কোটিতে কিনে নিয়েছে নেটফ্লিক্স।

দক্ষিণের পরিচালক অ্যাটলির সঙ্গে এই প্রথম কাজ করলেন শাহরুখের। জওয়ান-এ বেশিরভাগ তারকাই দক্ষিণের। রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপতি, প্রিয়ামাণি, সানিয়া মালহোত্রা আর ঋদ্ধি ডোগরারা। বলিউডের দুই তারকা দীপিকা পাড়ুকোন আর সঞ্জয় দত্তকে ক্যামিও রোলে দেখা গিয়েছে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবির প্রযোজনায় শাহরুখ-গৌরির রেড চিলিজ এন্টারটেনমেন্ট।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।