কলকাতা: ‘একসাথে বাঁচার নামই জীবন’, এ রকমই একটি গল্প নিয়ে মুক্তির অপেক্ষায় নতুন ছবি ‘মেসবাড়ি’। ছবির প্রধান চরিত্রে দেখা যাবে অভিনেত্রী খেয়ালী ঘোষ দস্তিদারকে। পাশাপাশি অভিনয় করছেন অভিনেতা বিশ্বনাথ বসু, দেবদূত ঘোষ। ছবির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত। ছবিটির কাহিনি সূত্র হুমায়ন আহমেদের গল্প থেকে।
ছবিটি মুক্তি পাবে ‘অফ দ্য স্পেকট্রাম’ প্রোডাকশনের ব্যানারে।
ছবির এক চরিত্র স্বামীকে হারিয়ে বৃদ্ধাশ্রমে না গিয়ে শহরের একটি মেসে এসে ওঠে জীবনের শেষ দিনগুলি সে সবার মাঝে হৈহৈ করে বাঁচবে বলে।কিন্তু তা সফল হয় কি? জানতে গেলে দেখতে হবে ‘মেসবাড়ি’। ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ধীমান ভট্টাচার্য, শুভশ্রী সেনগুপ্ত, আবীর সেনগুপ্ত প্রমুখ।
আরও পড়ুন: মর্মান্তিক! জনপ্রিয় অভিনেতা ১৬ বছরের কন্যার রহস্য মৃত্যু, বাড়িতে মিলল নিথর দেহ
আরও পড়ুন: ‘আমার চাপের কারণ’! ১৬ বছরের মেয়ের মৃত্যুর আগে একটি পোস্ট মা ফতিমার, কী লেখা ছিল
পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত বলেন, “এই ছবিতে সামাজিক একটি বার্তা পাবেন দর্শক। যেখানে অভিনেত্রী খেয়ালী ঘোষ দস্তিদার, বিশ্বনাথ বসু, দেবদূত ঘোষ ও অন্যান্য অভিনেতারা অনন্য। ব্যস্ততার মধ্যেও জীবনে সবাইকে পাশে নিয়ে বাঁচার নামই যে জীবন , সেই গল্পই বলবে মেসবাড়ি। আশা করছি দর্শকদের খুব ভাল লাগবে ছবিটি।”
‘মেসবাড়ি’-র শ্যুটিং হয় কলকাতার অদূরে একটি জমিদার বাড়িতে ।
পরিচালকের আশা ছবিটি নিয়ে আসবে অগুনতি আন্তর্জাতিক সম্মান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Tollywood, Tollywood news