যৌবন পার হলেই কি শেষ হয়ে যায় জীবনের গল্প? উত্তর দেবে ‘মেসবাড়ি’, অভিনয়ে কারা new bengali movie named messbari going to be released – News18 Bangla

Advertisement

কলকাতা: ‘একসাথে বাঁচার নামই জীবন’, এ রকমই একটি গল্প নিয়ে মুক্তির অপেক্ষায় নতুন ছবি ‘মেসবাড়ি’। ছবির প্রধান চরিত্রে দেখা যাবে অভিনেত্রী খেয়ালী ঘোষ দস্তিদারকে। পাশাপাশি অভিনয় করছেন অভিনেতা বিশ্বনাথ বসু, দেবদূত ঘোষ। ছবির কাহিনি, চিত্রনাট্য ও  পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত। ছবিটির কাহিনি সূত্র হুমায়ন আহমেদের গল্প থেকে।

ছবিটি মুক্তি পাবে ‘অফ দ্য স্পেকট্রাম’ প্রোডাকশনের ব্যানারে।
ছবিটিতে সঙ্গীত করছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, গীতিকার দীপান্বিতা সেনগুপ্ত। ছবিতে চিত্রগ্রাহক হিসাবে কাজ করেছেন সৌরভ বন্দ্যোপাধ্যায়। ছবিতে গান গেয়েছেন রূপঙ্কর বাগচী। ইঁদুর দৌড়ের যুগে আমরা সকলেই ছুটছে| বাড়ির খুদে থেকে যুবা, সকলের ছোটার পিছনেই কারণ আছে| তাই প্রতি বাড়িতে বা সমাজে, এদের গুরুত্ব বা চর্চা শোনা যায়| কিন্তু  যারাও একদিন যুবক ছিল, তাদেরকে আমরা একপাশে সরিয়ে রাখি|

ছবির এক চরিত্র স্বামীকে হারিয়ে বৃদ্ধাশ্রমে না গিয়ে শহরের একটি মেসে এসে ওঠে জীবনের শেষ দিনগুলি সে সবার মাঝে হৈহৈ করে বাঁচবে বলে।কিন্তু তা সফল হয় কি? জানতে গেলে দেখতে হবে ‘মেসবাড়ি’। ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ধীমান ভট্টাচার্য, শুভশ্রী সেনগুপ্ত, আবীর সেনগুপ্ত  প্রমুখ।

আরও পড়ুন: মর্মান্তিক! জনপ্রিয় অভিনেতা ১৬ বছরের কন্যার রহস্য মৃত্যু, বাড়িতে মিলল নিথর দেহ

আরও পড়ুন: ‘আমার চাপের কারণ’! ১৬ বছরের মেয়ের মৃত্যুর আগে একটি পোস্ট মা ফতিমার, কী লেখা ছিল

পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত বলেন, “এই ছবিতে সামাজিক একটি বার্তা পাবেন দর্শক। যেখানে অভিনেত্রী খেয়ালী ঘোষ দস্তিদার, বিশ্বনাথ বসু, দেবদূত ঘোষ ও অন্যান্য অভিনেতারা অনন্য। ব্যস্ততার মধ্যেও জীবনে সবাইকে পাশে নিয়ে বাঁচার নামই যে  জীবন , সেই গল্পই বলবে মেসবাড়ি।  আশা করছি দর্শকদের খুব ভাল লাগবে ছবিটি।”

 

‘মেসবাড়ি’-র শ্যুটিং হয় কলকাতার অদূরে একটি জমিদার বাড়িতে ।
পরিচালকের আশা ছবিটি নিয়ে আসবে অগুনতি আন্তর্জাতিক সম্মান।

Published by:Sanchari Kar

First published:

Tags: Tollywood, Tollywood news

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।