নাগার সঙ্গে বিয়ের লুকনো ছবি ফের সামনে আনলেন সামান্থা! সম্পর্ক কি জুড়বে Samantha Ruth Prabhu and Naga Chaitanya patch up Rumour sparks for a post – News18 Bangla

Advertisement

১০ বছরের বন্ধুত্ব, তার পর বিয়ে। নি:সন্দেহে দক্ষিণের অন‍্যতম সেরা জুটি ছিলেন নাগা চৈতন‍্য এবং সামান্থা রুথ প্রভু। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদের পর মন ভেঙেছিল অগণিত ভক্তের। তবে কি ছেঁড়া সুতো আবার জোড়া লাগতে পারে? সম্প্রতি একটি ঘটনা থেকে তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বিচ্ছেদের আসল কারণ নিয়ে নাগা সামান্থা কেউই সে ভাবে মুখ খোলেননি। তবে তাঁদের বিচ্ছেদের পরে একে অপরের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের সমস্ত ছবি সোশ‍্যাল মিডিয়ার পাতা থেকে মুছে ফেলেছিলেন দুজনেই। মুখ দেখাদেখিও ছিল একেবারে বন্ধ। তবে সম্প্রতি নাগার জন্মদিনে প্রাক্তন স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন সামান্থা।

আরও পড়ুন: সরোজ খানের বায়োপিকে মাধুরি! কী বললেন কোরিওগ্রাফারের কন‍্যা

চৈতন‍্যর সঙ্গে বিয়ের সময়ে তোলা একটি ছবি শেয়ার করেছিলেন সামান্থা। সঙ্গে ক‍্যাপশানে লেখাছিল,‘‘শুভ জন্মদিন আমার সবকিছু। আমি প্রার্থনা করি তুমি মন যা চায় ঈশ্বর তোমাকে সেইসব দিন।’’ এই পোস্টটি এতদিন লুকিয়ে রেখেছিলেন অভিনেত্রী। তবে সম্প্রতি সেই পোস্ট প্রকাশ‍্যে এনেছেন তিনি।

‘রেডইট’-এ এই পোস্টটি শেয়ার করে ভক্তরা ‘প‍্যাচ-আপ’-এর আশা দেখছেন। অনেকর মতেই বরফ গলছে দু’জনের মধ‍্যে। কেউ কেউ আবার মনে করছেন ডিভোর্সকে মেনে নিয়েছেন সামান্থা।

অন‍্যদিকে, নাগা চৈতন‍্যের সঙ্গে শোভিতা ধুলিপালার সম্পর্ক নিয়েও জোর চর্চা ইন্ডাস্ট্রির অন্দরে। শোনা যাচ্ছে, ছেলের ফের বিয়ে দেওয়ারও পরিকল্পনা করছেন নাগার্জুন। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি আক্কিনেনি পরিবারের কেউই।

Published by:Ankita Tripathi

First published:

Tags: Naga Chaitanya, Samantha ruth prabhu

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।