US Marine | F-35: ভাঙা যুদ্ধবিমান খুঁজে পেয়ে সব F-35 বিমান বসিয়ে দেওয়ার নির্দেশ মার্কিন নৌসেনার

Advertisement

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউএস মেরিনসের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট জেনারেল এরিক স্মিথ মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে এবং বাইরে সব মেরিন কর্পস বিমানকে গ্রাউন্ড করার আদেশ জারি করেছেন। সাউথ ক্যারোলিনায় একটি স্টিলথ F-35 জেট রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও যেসব সামুদ্রিক বিমান বর্তমানে বিদেশে মোতায়েন রয়েছে বা যাদের আসন্ন মিশন রয়েছে তাদের কাছে সোমবারের জারি করা এই আদেশটির বাস্তবায়ন সংক্ষিপ্তভাবে বিলম্বিত করার সুযোগ রয়েছে। তারাও এই সপ্তাহের শেষের দিকে দু’দিনের জন্য বিমানটির উড়ান বন্ধ করবে বলে মনে করা হচ্ছে।

পেন্টাগন, একটি বিবৃতিতে, স্পষ্ট করেছে যে এই অপারেশনাল বিরতির লক্ষ্য হল ইউনিটগুলিকে বিমান চলাচলের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা করার এবং সেরা প্র্যাকটিসগুলি জানার সুযোগ দেওয়া।

আরও পড়ুন: Hilsa: মাত্র একটা ইলিশ, দাম ₹ ১০,০০০!

পাশাপাশি, মেরিন নেতৃত্ব এই স্ট্যান্ড ডাউনটি ব্যবহার করতে চায় এটা দেখে নেওয়ার জন্য যে এই পরিষেবাটি ‘সঠিকভাবে প্রস্তুত পাইলট এবং ক্রুদের সঙ্গে যুদ্ধ-প্রস্তুত অপারেশনাল স্ট্যান্ডার্ডাইজেশন বজায় রাখছে’।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘নিরাপত্তা স্ট্যান্ড ডাউনের সময়, অ্যাভিয়েশন কমান্ডাররা তাদের মেরিনদের সঙ্গে নিরাপদ ফ্লাইট অপারেশন, গ্রাউন্ড নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ এবং ফ্লাইট পদ্ধতি এবং যুদ্ধের প্রস্তুতি বজায় রাখার মৌলিক বিষয়গুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে আলোচনা করবেন’।

এদিকে, মার্কিন কর্তৃপক্ষ F-35B লাইটনিং II জেটের সন্ধান করছিল। এর দাম প্রায় ৮০ মিলিয়ন মাআরকিন ডলার। সোমবার বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: TMC BNP: বাংলাদেশে হইহই করে সংগঠন বাড়াচ্ছে তৃণমূল, মঙ্গলবার বড় চমক

দক্ষিণ ক্যারোলিনার উইলিয়ামসবার্গ কাউন্টিতে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে।

রবিবার যখন F-35 জেটটি দক্ষিণ ক্যারোলিনার উপরে নিখোঁজ হয়, জয়েন্ট বেস চার্লসটন (জেবিসি) সোশ্যাল মিডিয়ায় একটি কল জারি করে। যার কাছে এটির সম্পর্কে তথ্য রয়েছে তাকে জানাতে বলা হয়।

ফ্লাইট ট্র্যাকিং সাইটগুলি সোমবার বিকেলে চার্লসটন থেকে প্রায় ১২০ কিলোমিটার উত্তরে উইলিয়ামসবার্গ কাউন্টিতে অবস্থিত স্টাকির কাছে একটি জঙ্গল এবং কৃষি জমির উপর অনুসন্ধান চালায়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।