কাজের ব্যস্ততা, পোষ্যদের দেখভাল না জানি আর কত কী! সব কিছু থেকেই কদিনের ছুটি নিয়ে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গন্তব্য উত্তরাখণ্ড। কিন্তু একাকী বেড়াতে গিয়েই বিপদে পড়লেন অভিনেত্রী। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন সে কথা।
কী হয়েছে শ্রীলেখার?
শ্রীলেখা মিত্রর ফেসবুক প্রোফাইলে চোখ রাখলেই এখন বেশ বোঝা যাচ্ছে যে তিনি কলকাতায় নেই। পাহাড়ের কোথাও নির্জনে একাকী সময় কাটাচ্ছেন। সেখান থেকেই একাধিক ছবি এবং ভিডিয়ো পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। তারই একটি পোস্টে তিনি বেশ কিছু ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘অবশেষে পৌঁছলাম। কিন্তু প্রাণ হাতে করে। বাকি তথ্য পরে ইউটিউবে দেব।’ তাঁকে সেই পোস্টে তিনটি ভিডিয়ো দিতে দেখা যায় যার একটিতে রাতের পাহাড়, একটিতে সকলের দৃশ্য এবং আরেকটিতে তাঁর থাকার জায়গার ছবি শেয়ার করতে দেখা যায়।
অভিনেত্রীর এই পোস্ট দেখে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি কোন বিপদে পড়েছিলেন, এখন কেমন আছেন জানতে একাধিক কমেন্ট করেন তাঁর ভক্তরা। কেউ লেখেন, ‘কোথায়? কী হয়েছে?’ কোনও নেটিজেন আবার লেখেন, ‘সেকি! কী হল?’
আরও পড়ুন: মাত্র ১৬ বছর বয়সেই না ফেরার দেশে অভিনেতা বিজয় অ্যান্টনির কন্যা, বাড়ি থেকে উদ্ধার দেহ
আরও পড়ুন: জনপ্রিয় বলি তারকার আদলে তৈরি রকি-রানির রণবীর ও আলিয়ার চরিত্র
তবে খালি এটাই নয় একটি ঝর্ণায় ট্রেক করে যাওয়ার সময়ও বিপদে পড়েছিলেন বলে জানান তিনি। এই ঝর্ণার কাছে পৌঁছতে এতটাই হাঁটতে হয় যে তাঁর ভীষণ কষ্ট হয়েছে বলে জানান।
শ্রীলেখার জলকেলি
অভিনেত্রীর কথায়, ‘মন্দাকিনী না শ্রীলেখা। এখানে উঠতে আমার পা খুলে হাতে চলে এসেছিল। কিন্তু যখন পৌঁছলাম উফ! সোলো ট্রিপের ফটোগ্রাফার এয়ার বিএনবির একটি ছেলে।’
অভিনেত্রীকে এই এই পাহাড়ি ঝর্ণায় স্নান করতে দেখা যায়। পোজ দিয়েও ছবি তুলতে দেখা যেন সাদা টপ পরে পাথরে বসে তাঁকে ভীষণ মজা করতে দেখা যায়।
এখানেও তাঁর ভক্তদের কমেন্ট উপচে পড়েছে। কেউ কেউ জানতে চান জায়গাটা কোথায়, কেউ আবার বলেন ভীষণ সুন্দর জায়গা। অভিনেত্রী নিজেও জানিয়েছেন তিনি এখান থেকে আর ফিরতে চান না।
প্রসঙ্গত আগামীতে শ্রীলেখা মিত্রকে একাধিক প্রজেক্টে দেখা যেতে চলেছে। তথাগত মুখোপাধ্যায়ের পারিয়া ছবিতে দেখা যাবে তাঁকে।