Nawaz Sharif: ভারত যখন চাঁদে যাচ্ছে তখন পাকিস্তান বাটি হাতে ভিক্ষে করছে, বেলাগাম নওয়াজ শরিফ: Report

Advertisement

নিজের দেশ পাকিস্তানকেই কার্যত ধুয়ে দিলেন সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। নওয়াজ শরিফ জানিয়েছেন, আজ ভারত চাঁদে চলে যাচ্ছে। ভারতে জি২০ মিটিং হয়েছে। আর পাকিস্তান গোটা বিশ্বের কাছে এক বিলিয়ন ডলারের জন্য ভিক্ষে করছে। 

একেবারে ভারতের সঙ্গে তুলনা টেনে নিয়ে পাকিস্তানের বর্তমান পরিস্থিতির সমালোচনায় মুখর। এমনকী ভারতের বর্তমান আর্থিক পরিস্থিতির প্রশংসায় মুখর তিনি। নওয়াজ শরিফের কটাক্ষ, পাকিস্তানের প্রধানমন্ত্রী বেজিংয়ে গিয়েছিলেন। আরব দেশগুলিতে গিয়েছিলেন। ভিক্ষের বাটি নিয়ে তিনি গিয়েছিলেন। ফান্ডের জন্য তিনি ভিক্ষা চেয়েছিলেন। পাকিস্তান তার ধার মেটাতে পারছে না এটা অত্যন্ত হতাশার। 

ওয়াকিবহাল মতে জি২০ মিটিংয়ে গোটা বিশ্বের তাবড় রাষ্ট্রপ্রধানরা এসেছিলেন ভারতে। এলাহি আয়োজন। আন্তর্জাতিক একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় তাদের মধ্য়ে। আর সেই সঙ্গেই পাকিস্তানের দৈন্য দশার কথা উল্লেখ করলেন সেই দেশেরই প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। 

তবে প্রাক্তন পাক সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও আইএসআইয়ের তৎকালীন ডিজি তথা গুপ্তচরদের মাথা ফৈয়জ হামিদের বিরুদ্ধে তোপ দেগেছেন নওয়াজ শরিফ। তবে এটা বলাই যায় যে ইমরান খানের অন্যতম সহযোগী ছিলেন তারাই। এবার তাদেরকেই কাঠগড়ায় তুললেন নওয়াজ শরিফ। 

প্রসঙ্গত নওয়াজ শরিফ ২০১৯ সালের নভেম্বর মাস থেকে লন্ডনে রয়েছেন। তিনি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জেরে বিদেশের মাটিতে কার্যত অন্তরীন অবস্থায় রয়েছেন। সেখান থেকেই তোপ দেগেছেন তিনি। পাকিস্তান সুপ্রিম কোর্ট তাকে আগেই খারিজ করেছিল। এমনকী কোনও পাবলিক অফিস তিনি যাতে করতে না পারেন সেব্যাপারেও নিষেধাজ্ঞা তার উপর আরোপ করা হয়েছিল। তবে সূত্রের খবর, পাকিস্তানে ফেরার ব্যাপারে চেষ্টা চালাচ্ছেন নওয়াজ। মূলত ভোট নিয়ে নাড়াচাড়া হতেই ফের দেশের মাটিতে রাজনীতির বৃত্তে ফেরার জন্য তিনি উদ্যোগ নিতে শুরু করেছেন। তবে তিনি আদৌ পাকিস্তানে ফিরতে পারবেন কি না তা নিয়ে সন্দেহটা থেকেই গিয়েছে। তবে তার মধ্য়ে যেভাবে তিনি পাকিস্তানের বর্তমান পরিস্থিতির সমালোচনা করেছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।