ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগান বনাম ওড়িশা এফসির খেলার দ্বিতীয়ার্ধের শুরুতে সামাদের গোলে এগিয়ে যায় মোহনবাগান। ১-০ এগিয়ে সবুজ মেরুন ব্রিগেড।
বসলেন সাদিকু নামলেন কামিন্স
ম্যাচের ৫৫ মিনিটে সাদিকুকে বসিয়ে কামিন্সকে মাঠে নামালেন জুয়ান। আক্রমণ বাড়ালেন বাগান কোচ।
সামাদের গোলকে কুর্নিশ
আব্দুল সামাদ সাহালের গোলকে সকলে কুর্নিশ জানাচ্ছেন। দুরন্ত গোল করে দলকে এগিয়ে দিলেন তিনি। এই গোলে মোহনবাগানের টোটাল ফুটবলকে দেখা গিয়েছে।
গোলললল
সামাদের গোলে ১-০ এগিয়ে গেল মোহনবাগান। দ্বিতীয়ার্ধের শুরুতেই দুরন্ত গোল করলেন সাাদ।
শুরু দ্বিতীয়ার্ধ
বর্তমানে দশ জনে খেলছে ওড়িশা। এখন দেখার শেষ ৪৫ মিনিটে খেলা কোন দিকে গডায়। ম্যাচের ৪২ মিনিটে লাল কার্ড দেখেছেন ফল।
ওড়িশায় বাগান সমর্থকদের হুঙ্কার
বড় বড় টিফো নিয়ে মাঠে হাজির মোহনবাগানের সমর্থকেরা।
শেষ প্রথমার্ধ
প্রথমার্ধের খেলা শেষ, তবে এখনও দুই দলের কেউই গোল করতে পারেনি। এর মধ্যে চাপে রয়েছে ওড়িশা। তারা তাদের একটি ফুটবলারকে হারিয়েছে। দুটো হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখে মাঠে বাইরে চলে গিয়েছেন মৌরতাদা ফল।
৪ মিনিটের অতিরিক্ত সময়
৪৫ মিনিটের খেলা শেষ। চার মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। তবে এখনও কোনও দলই গোল পায়নি।
দশ জনে খেলছে ওড়িশা
মোহনবাগানের জন্য ফ্রি কিক নিয়েছিলেন হুগো। ওড়িশার ফল ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। ১০ জনে খেলছে ওড়িশা।
৪০ মিনিট-মোহনবাগান-০ ওড়িশা-০
বেশকিছু সুযোগ তৈরি করেছিল মোহনবাগান। তবে সেভাবে সপল হতে পারেনি তারা। ৪০ মিনিটে রয় কৃষ্ণ আক্রমণে নড়ে গিয়েছিল বাগান ডিফেন্স। তারপরেই আক্রমণে নামে মোহনবাগান।
বড় সুযোগ নষ্ট
ম্যাচের ৩৪ মিনিটে বড় সুযোগ নষ্ট করলেন হুগো। অল্পের জন্য বল সাইড নেটে লাগে।
ফের সুযোগ নষ্ট
ম্যাচের ২৮ মিনিটে সুযোগ পেয়েছিলেন সাদিকু। কিন্তু ব্যর্থ হন তিনি।
ফের সুযোগ পেয়েছিল মোহনবাগান
দিমিত্রি দারুণ একটা সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেননি তিনি।
২০ মিনিট- মোহনবাগান-০ ওড়িশা-০
ম্যাচের ২০ মিনিটেও গোলে পেল না কোনও দল। তবে হুগো টাচ ও সকলের ন জিতছে। আবারও ওড়িশার গোলের কাছে পৌঁছে গিয়েছিল মোহনবাগান।
দুই দলই বেশকিছু সুযোগ পেয়েছে
ম্যাচের ১৮ মিনিট খেলা হয়েগিয়েছে, তবু দুই দল এখনও গোলের মুখ খুলতে পারেনি। তবে দুই দলই বেশ কিছু আক্রমণ করেছে।
ম্যাচের প্রথম হলুদ কার্ড
আব্দুল সামাদকে একটি র্যাশ ট্যাকেল দ্বারা ফাউল করা হয়। ওড়িশার ফুটবলার প্রথম হলুদ কার্ড দেখেন।
দারুণ সুযোগ পেয়েছিল মোহনবাগান
ম্যাচের সাত মিনিটের মাথায় দারুণ একটা সুযোগ পেয়েছিল মোহনবাগান। মনবীরের কাছে সুযোগ তৈরি করেদিয়েছেিলেন সাদিকু। তবে সফল হতে পারেননি মনবীর।
দেখে নিন ওড়িশা প্রথম একাদশ
মোহনবাগানের বিরুদ্ধে কোন দল নামিয়েছে ওড়িশা। বাগানের বিরুদ্ধে ফের রয় কৃষ্ণ।
শুরু দুই দলের লড়াই
এদিনের ম্যাচকে বলা যায় জুয়ান ফেরান্দোর বনাম সার্জিও লোবেরার মগজের লড়াই। দুই স্প্যানিশ কোচই এএফসি কাপের ম্যাচে নামার আগে প্রতিপক্ষকে গুরুত্ব দিয়েছেন।
ওড়িশা বনাম মোহনবাগানের Head-to-head লড়াই
মোট সাক্ষাৎ: ১২মোহনবাগান: ৫ওড়িশা এফসি: ২ড্র: ৫
ম্যাচের আগে কী বলেছিলেন দুই দলের কোচ
খাতায়কলমে আজকের ম্যাচে মোহনবাগান এগিয়ে থাকলেও সার্জিও লোবেরার তত্ত্বাবধানে ওড়িশার বিরুদ্ধে জুয়ান ফেরান্দোদের ছেলেদের লড়াইটা সহজ হবে না। তাই ওড়িশাকে একেবারেই হালকাভাবে নিতে নারাজ মোহনবাগান কোচ। ম্যাচের আগে তিনি জানিয়েছেন, মোহনবাগানের জন্য এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুশীলনে কোনও রকম ফাঁকফোকর রাখা হয়নি। পুরো ম্যাচেই ফোকাস ধরে রাখার উপর জোর দিচ্ছেন। অন্যদিকে, ওড়িশার কোচ জানিয়েছেন যে প্রাক-মরশুম প্রস্তুতিতে অত্যন্ত খুশি তিনি। এএফসি কাপের পরের পর্বে যেতে মুখিয়ে আছে দল।
দল ঘোষণা করল মোহনবাগান
শোনা গিয়েছিল, রক্ষণের গুরুত্বপূর্ণ ফুটবলার শুভাশিস বসু গোড়ালিতে চোট পেয়েছিলেন। তবে সেই শুভাশিসের নেতৃত্বেই মাঠে নামছে মোহনবাগান।
HT বাংলা লাইভ ব্লগে আপনাকে স্বাগত
কলিঙ্গ স্টেডিয়ামে শুরু হবে ফেরান্দো বনাম লোবেরার লড়াই। ওড়িশার বিরুদ্ধে এএফসি কাপে নামছে মোহনবাগান। এএফসি কাপে অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট। গ্রুপ ‘ডি’-র প্রথম ম্যাচে প্রতিপক্ষ ওড়িশা এফসি। খাতায়কলমে আজকের ম্যাচে মোহনবাগান এগিয়ে থাকলেও নয়া কোচ সার্জিও লোবেরার তত্ত্বাবধানে ওড়িশার বিরুদ্ধে জুয়ান ফেরান্দোদের ছেলেদের লড়াইটা সহজ হবে না।