Kolkata metro: মেট্রোর এসি দেখভাল ও গুণমান যাচাই করার জন্য বসানো হল অটোমেটিক যন্ত্র

Advertisement

কলকাতার মেট্রো রেলের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল এসি। এবার মেট্রোর রেকের এসি স্বয়ংক্রিয়ভাবে রক্ষণাবেক্ষণ হবে। এরজন্য একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করল মেট্রো কর্তৃপক্ষ। নোয়াপাড়া কারশেডে এই ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে। নতুন ব্যবস্থায় এসি যন্ত্রের বিভিন্ন অংশ পরিষ্কার করা সম্ভব। এর ফলে সময় সাশ্রয় হবে বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন: শীঘ্রই পরিদর্শন, কলকাতা মেট্রোর ম্যাপে যুক্ত হচ্ছে আরও ১ অংশ, কবে পরিষেবা শুরু?

সোমবার মেট্রোরেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি এর উদ্বোধন করেন। পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন কামরায় এসি যন্ত্র কীভাবে কাজ করবে তা নিয়ন্ত্রণ করে থাকে মাইক্রোপ্রসেসর। এই ব্যবস্থায় মাইক্রোপ্রসেসরের অধীনে এসি যন্ত্র কেমন কাজ করবে তাও পরীক্ষা করা যাবে। সাধারণত বিভিন্ন কামরার এসি যন্ত্রের নানান অংশ খুলে পরিষ্কার করার পর তা পুনরায় রেকের সঙ্গে যুক্ত করে মাইক্রোপ্রসেসরের সঙ্গে জুড়ে দিয়ে পরীক্ষা করা হত। তবে পুরো ব্যবস্থা ঠিকমতো কাজ করছে কিনা তা এই ব্যবস্থার সাহায্যে রেকে না লাগিয়েই বোঝা সম্ভব। তাছাড়া বাইরে থেকে বাতাস টেনে নেওয়ার পরিমাণ ও নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে স্বয়ংক্রিয় প্রযুক্তির মধ্যে। এর ফলে উন্নত মানের রক্ষণাবেক্ষণ সম্ভব বলে জানিয়েছে মেট্রো। তাছাড়া কোথাও কোনও খামতি রয়েছে কিনা তা এই যন্ত্রের সাহায্যে বোঝা সম্ভব। ল্যাপটপ ব্যবহার করেই তা জানা যাবে। 

তাছাড়া আপতকালীন পরিস্থিতিতে যন্ত্রটি কেমন কাজ করছে? বিদ্যুতের প্রবাহ ঠিকমতো রয়েছে কিনা তাও এই যন্ত্রের সাহায্যে পরীক্ষা করা যাবে। বাইরের ধোঁয়া, অস্বাস্থ্যকর বাতাস রয়েছে কিনা তা ফিল্টারের কার্যকারিতা যাচাই করার সুবিধা রয়েছে নয়া ব্যবস্থায়। এই নতুন ব্যবস্থায় ল্যাপটপের ডিসপ্লেটে ভোল্টেজ এবং বিদ্যুৎ সরবরাহের পরিমাণ দেখা যাবে। এর সাহায্যে আরএমপিইউয়ের কার্যক্ষমতাও যাচাই করা যায়। এছাড়াও বিভিন্ন ধরনের ত্রুটি খতিয়ে দেখা সম্ভব।

এদিন এই ব্যবস্থার উদ্বোধনের পাশাপাশি বিশ্ব কর্মা পুজোয় যোগ দেন জেনারেল ম্যানেজার। তিনি মেট্রো ভবন, কালীঘাট স্টেশন, নোয়াপাড়া কারশেড এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোর সেন্ট্রাল পার্ক ডিপোর বিশ্বকর্মা পুজোয় যোগ দেন। তাঁর পাশপাশি মেট্রোর অন্যান্য আধিকারিকরাও এই সমস্ত জায়গায় বিশ্ব কর্মা পুজোয় যোগ দেন।

 

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।