Indian Football Team in Asian Games 2023: চরম টালাবাহানার মধ্যে লড়াই, এশিয়ান গেমসে ভারতের পুরুষ ও মহিলা দলের সূচি দেখুন

Advertisement

শুভব্রত মুখার্জি: মঙ্গলবার থেকেই শুরু হয়ে যাচ্ছে চিনের হ্যাংঝাউয়ে এশিয়ান গেমসের ফুটবলের আসর। প্রথম দিনেই মাঠে নামছেন সুনীল ছেত্রীরা। দীর্ঘ নয় বছর বাদে এশিয়া গেমসে কামব্যাক ঘটছে ভারতীয় ফুটবল দলের। প্রথম ম্যাচেই ভারতীয় পুরুষ দল মুখোমুখি হতে চলেছে আয়োজক চিনের। প্রথম ম্যাচের আগে আসুন একনজরে দেখে নেওয়া যাক পুরুষ এবং মহিলা উভয় বিভাগের ক্রীড়াসূচি, কোথায় খেলা হবে, কোথায় খেলা দেখা যাবে?

দীর্ঘ টালবাহানার পরে এশিয়ান গেমসে খেলার ছাড়পত্র পায় ভারতীয় দল। কিন্তু তাতেও সমস্যা কাটেনি। আইএসএলের সূচির কারণে খেলোয়াড়দের ছাড়তে রাজি হচ্ছিল না ক্লাবগুলি। দীর্ঘ আলোচনার পরে কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে নিয়ে এশিয়ান গেমসের দল পাঠিয়েছে ভারতীয় পুরুষ দল। কিন্তু তাতেও বিশৃঙ্খলা কাটেনি। মঙ্গলবার যেখানে ম্যাচ, সেখানে বিমান সমস্যার জেরে সোমবার মধ্যরাতে টিম হোটেলে পৌঁছেছে টিম ইন্ডিয়া।

ভারতীয় পুরুষ দলের প্রথম ম্যাচ চিনের বিরুদ্ধে ১৯ সেপ্টেম্বর। এই ম্যাচ খেলা হবে বিকেল ৫টায় (ভারতীয় সময়)। এরপর ২১ সেপ্টেম্বর ভারত মুখোমুখি হবে বাংলাদেশের। ভারতীয় সময় দুপুর ১ টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। ২৪ সেপ্টেম্বর মায়ানমারের বিরুদ্ধে খেলবে ভারত। যদি ‘রাউন্ড অফ ১৬’-তে উঠতে পারে, তাহলে ২৭ অথবা ২৮ সেপ্টেম্বর থাকবে ম্যাচ। সেই ম্যাচ জিতলে ১ অক্টোবর রয়েছে কোয়ার্টার ফাইনাল। ৪ অক্টোবর রয়েছে সেমিফাইনাল এবং ৭ অক্টোবর রয়েছে পুরুষদের ফুটবলের ফাইনাল। এশিয়ায় এই মুহূর্তে ভারতীয় পুরুষ দল ক্রমতালিকায় রয়েছে ১৮ তম স্থানে।

অন্যদিকে মহিলা দল রয়েছে একাদশ স্থানে। এশিয়ার প্রথম আটের মধ্যে থাকলে সাধারণত এশিয়ান গেমসে ফুটবল দল পাঠায় কেন্দ্রীয় সরকার। তবে এই ক্ষেত্রে সেই নিয়মের অন্যথা করা হয়েছে। পুরুষদের প্রতিযোগিতায় রয়েছে ছটি গ্রুপ। গ্রুপ থেকে প্রথম দুই দল যাবে রাউন্ড অফ ১৬’তে। পাশাপাশি চারটি সেরা তৃতীয় স্থানে থাকা দলও সুযোগ পাবে নক-আউট পর্বে যাওয়ার। ১৯৫১ এবং ১৯৬২ সালে ফুটবলে সোনা জিতেছিল ভারত। ১৯৭০ সালে ব্রোঞ্জ জিতেছিল।

অন্যদিকে ভারতীয় মহিলা দল তাদের অভিযান শুরু করছে ২১ সেপ্টেম্বর থেকে। প্রথম ম্যাচে খেলবে চাইনিজ তাইপের বিরুদ্ধে। ভারতীয় সময় বিকেল পাঁচটায় খেলা হবে এই ম্যাচ। ২৪ সেপ্টেম্বর ভারত গ্রুপ বি’তে দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে। এই ম্যাচ খেলা হবে দুপুর ১ টা ৩০ মিনিট থেকে। ৩০ সেপ্টেম্বর রয়েছে মহিলাদের কোয়ার্টার-ফাইনাল। ৩ অক্টোবর রয়েছে মহিলাদের সেমিফাইনাল। আবার ৬ সেপ্টেম্বর খেলা হবে ফাইনাল। ভারতের পুরুষদের এবং মহিলাদের সমস্ত ফুটবল ম্যাচ দেখানো হবে সোনি টেন নেটওয়ার্কে। পাশাপাশি সোনি লিভ অ্যাপেও করা হবে সরাসরি সম্প্রচার।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।