Digha Tourism: কড়ি খসিয়ে আর যেতে হবে না সিঙ্গাপুর, দিঘাতেই মিলবে বিনোদনের এই নতুন ডোজ়

Advertisement

 

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে দিঘাকে গড়ে তোলায় মন দিয়েছে রাজ্য সরকার। ওড়িশা সীমান্ত লাগোয়া এই পল্লি এখন বাজেট ফ্রেন্ডলি বাঙালির অন্যতম প্রিয় ডেস্টিনেশন। এবার সেখানে যোগ হতে চলেছে বিনোদনের নতুন ডোজ়। দিঘায় আন্ডার ওয়াটার পার্ক তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যা রয়েছে সিঙ্গাপুরে। সেজন্য শুরু হয়েছে জমি চিহ্নিত করার প্রক্রিয়া।

দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক মানসকুমার মণ্ডল বলেন, ‘দিঘায় সিঙ্গাপুরের মতো আন্ডার ওয়াটার পার্ক তৈরির সিদ্ধান্ত হয়েছে। হিডকোকে এই পার্ক তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। তারাই পরিকল্পনা করা থেকে বাস্তবায়নের দায়িত্বে রয়েছে।’

কিন্তু কী এই আন্ডার ওয়াটার পার্ক? আন্ডার ওয়াটার পার্ক হল এক বিশাল অ্যাকোয়ারিয়াম যেখানে থাকে সামুদ্রিক প্রাণীরা। সমুদ্র থেকে জল এনে এই অ্যাকোয়ারিয়ামের বাস্তুতন্ত্র সচল রাখা হয়। অ্যাকোয়ারিয়ামে থাকে একটি কাচের সুড়ঙ্গ। যেখান থেকে দর্শকরা সামুদ্রিক প্রাণীদের পর্যবেক্ষণ করতে পারেন।

দিঘায় ইতিমধ্যে জগন্নাথ মন্দির তৈরির কাজ জোর কদমে চলছে। লোকসভা নির্বাচনের আগেই তার উদ্বোধন হবে বলে সূত্রের খবর।

বিরোধীদের প্রশ্ন, রাজ্য সরকার যখন বারবার বলছে তাদের ভাণ্ডার শূন্য, তখন বিনোদনের জন্য পরিকাঠামো তৈরির পিছনে টাকা খরচ করার কারণ কী?

 

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।