Anamika Roy: কলকাতা হাইকোর্টের ক্ষোভ প্রকাশের পরেই অনামিকার চাকরির বিজ্ঞপ্তি জারি

Advertisement

কলকাতা হাইকোর্টের নির্দেশের চার মাস পরেও অনামিকা রায় চাকরি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরেই অনামিকার নিয়োগের বিষয়ে রাতারাতি বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। আগামীকাল বুধবার তাঁকে নথি নিয়ে স্কুল সার্ভিস কমিশনের দফতরে যেতে বলা হয়েছে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে শুধুমাত্র পুলিশ  ভেরিফিকেশনের কারণে নিয়োগ আটকে ছিল বলে আদালতে জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। 

আরও পড়ুন: আসল জঙ্গি এলে তো পালাবেন! অনামিকার নিয়োগ থমকে থাকায় পুলিশকে ভর্ৎসনা বিচারপতির

মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর জায়গায় চাকরি পেয়েছিলেন ববিতা রায়। পরে ববিতার নিয়োগে পদ্ধতিগত ত্রুটি রয়েছে এই দাবি তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনামিকা রায়। তাঁর দাবি ছিল, তিনি ববিতার চেয়েও ২ নম্বর বেশি পেয়েছিলেন। ফলে তিনিই চাকরির পাওয়ার যোগ্য। এর পরেই ববিতার চাকরি বাতিল করে অনামিকাকে চাকরির নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত ১৬ মে অনামিকা রায়কে ৩ সপ্তাহের মধ্যে নিয়োগের নির্দেশ দেন। কিন্তু, সেই সময়সীমা পেরিয়ে চার মাস হয়ে গেলেও এখনও নিয়োগ পাননি অনামিকা। ফলে কার্যত তিনি দুশ্চিন্তার মধ্যে ছিলেন।

 অনামিকার দাবি, মেডিক্যাল টেস্টের পাশাপাশি পুলিশ ভেরিফিকেশন হয়েছে। তা সত্ত্বেও তাঁকে নিয়োগ করা হয়নি যদিও এসএসসির তরফে আদালতে জানানো হয় পুলিশ ভেরিফিকেশনে কিছু সমস্যা রয়েছে। সেই কারণে তাঁকে নিয়োগ করা যায়নি। এসএসসির এই বক্তব্য শোনার পরে ক্ষোভে ফেটে ওঠেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটকে কার্যত ভর্ৎসনা করেন। কী কারণে পুলিশ ভেরিফিকেশনে দেরি হচ্ছে? তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। আজ মঙ্গলবারের মধ্যে পুলিশকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। তার ভিত্তিতে আজ এই মামলায় নির্দেশ দেবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

এদিকে সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতির এই নির্দেশের পরে রাতেই বিজ্ঞপ্তি জারি করে অনামিকা রায়কে নথিসহ দেখা করতে বলে স্কুল সার্ভিস কমিশন।প্রসঙ্গত, অঙ্কিত অধিকারীর চাকরির জায়গায় ববিতা সরকারকে চাকরি দেওয়া নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। এরপর তাঁর জায়গায় অনামিকা রায় চাকরি পাওয়ায় ববিতাকে ছয় মাসের বেতন সহ প্রাপ্ত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।