শুভব্রত মুখার্জি: এএফসি কাপের লড়াইতে ভারতের মুম্বই সিটি মুখোমুখি হয়েছিল ইরানের নাসাজি মাজানদারানের। ম্যাচে জোরদার লড়াই চালায় মুম্বই সিটি এফসি।তবে শেষ রক্ষা করতে পারল না তারা।ম্যাচে লড়াই করে ও তাদেরকে হারতে হল ২-০ গোলে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ২০২৩-২৪ মরশুমে গ্রুপ পর্বের লড়াইতে পুনের ছত্রপতি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মুম্বই সিটি এফসি এবং নাসাজি মাজানদারান। প্রসঙ্গত এই মরশুমেই এসিএলে অভিষেক হল ইরানের এই ক্লাব নাসাজি মাজানদারানের।অভিষেক ম্যাচেই বাজিমাত করল তারা। তাও আবার অ্যাওয়ে ম্যাচে জয় নিয়ে ফিরল তারা।
সোমবারের ম্যাচে প্রতি অর্ধে একটি করে গোল করলেন নাসাজি মাজানদারানের ফুটবলাররা। ম্যাচে মুম্বই সিটি এফসি তাদের শক্তিশালী দলকে মাঠে নামিয়েছিল। দলের হেড কোচ দেস বাকিংহাম এদিন জিততে যে মরিয়া ছিলেন তা প্রথম থেকেই বুঝিয়ে দেন।দলের ফুটবলারদের খেলাতে ও ধরা পড়ে সেই লড়াই। তবে তাদের ভাগ্য খারাপ নিজেদের ঘরের মাঠেই তাদেরকে হার স্বীকার করতে হল।এদিন সেন্টার ব্যাকে খেলেন তিরি এবং রসটিন গ্রিফিত। মিডফিল্ডে আপুইয়ার সঙ্গে জুটি বাঁধেন ইয়ুল ভ্যান নিফ।
আইল্যান্ডররা ম্যাচটা আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করে। ৯ মিনিটেই প্রথম সুযোগ পায় তারা। লালিয়ানজুয়ালা ছাঙ্গতের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। নাসাজি মাজানদারানের ফুটবলাররা এইদিন কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলেন। ৩৪ তম মিনিটে ভেঙে যায় ডেডলক। ভাঙেন নাসাজির এহসান হোসেইনি। ফূর্বা লাচেনপাকে তাঁর কাছের পোস্টেই পরাস্ত করেন তিনি। বিরতির একটু আগে মুম্বইকে ম্যাচে ফেরানোর সুযোগ পেয়ে যান বিপিন সিং। তবে তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়। বিরতির সময়ে ১-০ গোলে পিছিয়ে ছিল মুম্বই সিটি এফসি।
দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ পায় মুম্বই। তবে কাজে লাগাতে পারেনি তারা। অ্যাটাকিং থার্ডে এসে তাদের ব্যর্থতার খেসারত দিতে হয় তাদের। ৬২ মিনিটে মুম্বইয়ের ফুটবলারের ভুলের সুযোগ নিয়ে নাসাজি মাজানদারানের হয়ে লিড দ্বিগুণ করেন মহম্মদ রেজা আজাদি। আকাশ মিশ্রর ভুলের মাশুল গুনতে হয় মুম্বইকে। পরে আকাশকে তুলে নিয়ে অ্যাটাকার বিক্রম প্রতাপ সিংকে নামান বাকিংহাম। ৮২ মিনিটে ছাঙ্গতে দারুন একটি সুযোগ পান। তবে স্পট জাম্পে ভুল হয়ে যায় তাঁর।ফলে লক্ষ্যভ্রষ্ট হয় তাঁর হেড। মুম্বই তাদের পরবর্তী ম্যাচ খেলবে উজবেকিস্তানের পিএসসি নববাহোর নামাঙ্গনের বিরুদ্ধে।এটি একটি অ্যাওয়ে ম্যাচ।