শিল্পা শেট্টি থেকে অক্ষয় কুমার, গণেশ চতুর্থীতে বিরাট আয়োজন, ভক্তদের শুভেচ্ছা বলি তারকাদের ganesh chaturthi 2023 shilpa shetty to akshay kumar bollywood celebs extended their wishes to fans on the day – News18 Bangla

Advertisement

মুম্বই: আজ গণেশ চতুর্থী৷ দেশ জুড়ে শুরু হয়ে গেল গণেশ পুদো৷ ভাদ্র মাসের শুক্লপক্ষ চতুর্থীতে গণেশ চতুর্থী পালিত হয়। টানা ১০ দিন ধরে ভগবান গণেশের পুজো করা হয়৷ ১৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই গণেশ উৎসব৷ বলি তারকারাও মেতে ওঠেন গণেশের আরাধনা৷ শিল্পা শেট্টি থেকে অক্ষয় কুমার,গণেশ চতুর্থীতে তাঁদের ভক্তদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন৷

বলিউড অভিনেতা অক্ষয় কুমার নিজের সোশ্যাল মিডিয়ায় গণপতির একটি ছবি পোস্ট করে লেখেন- ভগবান গণেশকে বাড়িতে আনার পর থেকেই আমাদের মন আনন্দে ভরে উঠেছে৷ তিনি যেন সমস্ত বাধা বিপত্তি দূর করেন৷ আমাদের মন ও জীবনকে খুশিতে ভরিয়ে দেন৷

Published by:Riya Das

First published:

Tags: Ganesh Chaturthi, Ganesh Chaturthi 2023, Lord Ganesh

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।