মুম্বই: আজ গণেশ চতুর্থী৷ দেশ জুড়ে শুরু হয়ে গেল গণেশ পুদো৷ ভাদ্র মাসের শুক্লপক্ষ চতুর্থীতে গণেশ চতুর্থী পালিত হয়। টানা ১০ দিন ধরে ভগবান গণেশের পুজো করা হয়৷ ১৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই গণেশ উৎসব৷ বলি তারকারাও মেতে ওঠেন গণেশের আরাধনা৷ শিল্পা শেট্টি থেকে অক্ষয় কুমার,গণেশ চতুর্থীতে তাঁদের ভক্তদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন৷
বলিউড অভিনেতা অক্ষয় কুমার নিজের সোশ্যাল মিডিয়ায় গণপতির একটি ছবি পোস্ট করে লেখেন- ভগবান গণেশকে বাড়িতে আনার পর থেকেই আমাদের মন আনন্দে ভরে উঠেছে৷ তিনি যেন সমস্ত বাধা বিপত্তি দূর করেন৷ আমাদের মন ও জীবনকে খুশিতে ভরিয়ে দেন৷
As we welcome Lord Ganesha in our homes and hearts today, may He remove all obstacles and fill our lives with joy and prosperity. Ganpati Bappa Morya!
गणेश चतुर्थी की हार्दिक शुभकामनाएँ 🙏🏻 pic.twitter.com/NHPEf7XUsV— Akshay Kumar (@akshaykumar) September 19, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ganesh Chaturthi, Ganesh Chaturthi 2023, Lord Ganesh