মর্মান্তিক! জনপ্রিয় অভিনেতা ১৬ বছরের কন্যার রহস্য মৃত্যু, বাড়িতে মিলল নিথর দেহ Actor Vijay Antonys daughter passed away – News18 Bangla

Advertisement

চেন্নাই: অভিনেতা এবং সঙ্গীত পরিচালক বিজয় অ্যান্টনির মেয়ে প্রয়াত। মনে করা হচ্ছে, আত্মহত্যার কারণে সেই তরুণীর মৃত্যু হয়েছে। চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞ মনোবালা বিজয়বালান এই দুঃসংবাদ প্রকাশ্যে আনেন।

জানা গিয়েছে, বিজয়ের কন্যা মীরার বয়স মাত্র ১৬। একটি ট্যুইটে মনোবালা জানান, বাসগৃহ থেকেই পাওয়া গিয়েছে মীরার নিথর দেহ। এই বিষয়ে তাঁর পরিবার এবং স্কুলের বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। গত মার্চের কথা। স্কুল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছিলেন মীরা। সেই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন গর্বিত বিজয়।

আরও পড়ুন: বাড়ি থেকে বহু দূরে! কোথায় চলে গেলেন সুহানা, দিয়ে গেলেন না খোঁজ, কী ঘটে গেল

আরও পড়ুন: চলে গেলেন অভিনেতা বিয়ুন! ক্যানসার কেড়ে নিল ‘ওকজা’ খ্যাত তারকাকে, চোখে জল বিশ্ববাসীর

চেন্নাইয়ের এক বেসরকারি স্কুলে পড়তেন মীরা। একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সেখানে চিকিৎসকরা যাবতীয় পরীক্ষানিরীক্ষা করার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সৃত্রের খবর, খুবই মানসিক চাপে ছিলেন মীরা। চিকিৎসাও চলছিল তাঁর।

 

চলতি বছরে থুতনি এবং সার্জারির কারণে খবরে উঠে এসেছিলেন বিজয়। শ্যুটিংয়ের সময় আহত হয়েছিলেন অভিনেতা।

(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))

Published by:Sanchari Kar

First published:

Tags: Celebrity

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।