জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশ কিছুদিন ধরেই ফেসবুকে ভাইরাল ক্রিকেটার তানজিম হাসান সাকিবের(Tanzim Hasan Sakib) পুরনো কিছু পোস্ট। সেই পোস্টে কর্মজীবী নারীদের হেয় করে মন্তব্য করেছেন এই বাংলাদেশি ক্রিকেটার।সেই পোস্ট ঘিরে তুমুল বিতর্ক চলছে বাংলাদেশে। অনেকেই বিসিবি থেকে তাঁকে বহিষ্কারের দাবিও জানিয়েছেন। ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস জানান যে ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন তানজিম হাসান সাকিব। এবার সাকিবের সমালোচনায় সরব হলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি(Jyotika Jyoti)।
আরও পড়ুন-Mahadev Betting Scam: ২৫০ কোটির দুর্নীতিতে জড়িত টাইগার-কৃতি থেকে নেহা-সানি! শীঘ্রই তলব ইডির…
আরও পড়ুন- নারীবিদ্বেষী পোস্টে ফেসবুকে তুলতেন ঝড়! উঠতি পেসারকে বুঝে নিল বাংলাদেশ
অভিনেত্রী আরও লেখেন, ‘আমি জানি এ প্রসঙ্গে চুপ থাকাই নিরাপদ ভেবে অনেকেই চুপ থাকবে,আবার নিজেকে স্মার্ট প্রমাণ করতে গিয়ে কিছু লোক ইনিয়ে বিনিয়ে ব্যাক্তি ও বাকস্বাধীনতার কথা বলবে।কিন্তু এই দুটোই ভয়ংকর।অন্যায় করা আর অন্যায় মেনে নেওয়া সমান অপরাধ বলে আমি মনে করি।আর বাকস্বাধীনতা যদি হয় অন্যকে অপমান, কুসংস্কার ছড়ানো তাহলে সেটা নিশ্চই বাকস্বাধীনতার মধ্যে পড়েনা।আমি স্পস্টভাবে তাই আমার অবস্থান পরিষ্কার করছি’।
নারীবিদ্বেষ ও ধর্মান্ধতা প্রসঙ্গে অভিনেত্রী লেখেন, ‘মগজ ভর্তি নারীবিদ্বেষ ও ধর্মান্ধতা নিয়ে যেকোন মানুষ বাঁচতেই পারে,সেটা তার মতাদর্শ। কিন্তু যখন একজন প্রকাশ্যে সেসব পিছিয়ে থাকা মতাদর্শ নিয়ে বর্বর সময়কে ইঙ্গিত করে তখন সেই মতাদর্শকে আর বাড়তে দেওয়া ঠিক না। সাধারণ মানুষ হলেও এড়িয়ে যাওয়া যায়,কিন্তু একজন জাতীয় দলের ক্রিকেটার যার লক্ষ লক্ষ ফলোয়ার তাকে কোনভাবেই ছাড় দেওয়া যায়না। তাহলে ঘৃণার চাষাবাদ বাড়তে বাড়তে দেশ আইয়ামে জাহেলিয়ার দিকে আগাবে’।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)