মুম্বই : প্রত্যেক উৎসবেই ভক্তদের জন্য শুভেচ্ছাবার্তা এসে পৌঁছয় শাহরুখ খানের পক্ষ থেকে৷ গণেশ চতুর্থীতেও তার ব্যতিক্রম হল না৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীদের গণপতি উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন এসআরকে৷ দেশ জুড়ে ‘জওয়ান’-এর আকাশছোঁয়া সাফল্যের আমেজ উপভোগ করতে করতে সোশ্যাল মিডিয়ায় শাহরুখ লিখেছেন ‘‘গণপতি বাপ্পাকে বাড়িতে স্বাগত৷ গণেশ চতুর্থীতে আপনাকে এবং আপনার পরিবারকে শুভেচ্ছা জানাই৷ গণপতি দেব যেন আপনাকে আনন্দ, জ্ঞান, সুস্বাস্থ্য এবং খাওয়ার জন্য প্রচুর মোদক দেন৷’’ তাঁর পোস্টের উত্তরে অনুরাগীদের তরফে এসেছে শুভেচ্ছা স্রোত৷
Welcome home Ganpati Bappa Ji. Wishing you and your family a wonderful day honoring Lord Ganesha. May Lord Ganesha bless all of us with happiness, wisdom, good health and lots of Modak to eat!!! pic.twitter.com/d9Adfl1ggs
— Shah Rukh Khan (@iamsrk) September 19, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ganesh Chaturthi 2023, Shahrukh Khan