আজ থেকে সংসদে শুরু হচ্ছে পাঁচদিনের বিশেষ অধিবেশন। সরকারের ডাকা এই অধিবেশন নিয়ে জল্পনা চলছে বেশ কিছু দিন ধরেই। এই আবহে জানা গিয়েছে, অধিবেশনের শুরুতেই সকাল ১১টা নাগাদ সংসদে ভাষণ রাখবেন মোদী। তার আগে অধিবেশন শুরুর আগে রীতি অনুযায়ী বক্তব্য পেশ করেন মোদী। আজ মোদী বলেন, ‘ভারতের সভাপতিত্বে অভূতপূর্ব সাফল্য পেয়েছে জি২০। দেশের ৬০টিরও বেশি জায়গায় বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সত্যিকার অর্থে ফেডারেল কাঠামোর দেখা গিয়েছে জি২০-র সময়। ভারতের বৈচিত্র ফুটে উঠেছে এই সময়ে। জি২০ আমাদের এই বৈচিত্রের উদযাপনে পরিণত হয়েছিল। ভারত এই বিষয়ে গর্ববোধ করছে যে গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হয়ে উঠেছি আমরা। আফ্রিকান ইউনিয়ন জি২০-র স্থায়ী সদস্য হয়েছে। এই সবই ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত।’ (সংসদের বিশেষ অধিবেশন নিয়ে যাবতীয় লাইভ আপডেট জানতে ক্লিক করুন এখানে)
এদিকে মোদী আজ আরও বলেন, ‘”আগামিকাল, গণেশ চতুর্থীতে আমরা নতুন সংসদে ভবনে যাব। ভগবান গণেশ ‘বিঘ্নহর্তা’ নামেও পরিচিত। এখন দেশের উন্নয়নে কোনও বাধা থাকবে না… নির্বিঘ্নে সব স্বপ্ন, সব সংকল্প পরিপূর্ণ করবে ভারত। সংসদের এই অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে, তবে এটি ঐতিহাসিক হবে।’ মোদী বলেন, ‘এটি একটি সংক্ষিপ্ত অধিবেশন। এই আবহে সাংসদদের উচিত সর্বাধিক সময় অধিবেশনে থাকা। কান্নাকাটির অনেক সময় আছে, তখন করতে থাকবেন। কিন্তু জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যা আপনাকে উৎসাহ এবং বিশ্বাসে পূর্ণ করে। এই সংক্ষিপ্ত অধিবেশনটি তেমন বলেই আমার বিশ্বাস।’
এদিকে আজ থেকে শুরু বতে চলা সংসদে পাঁচদিনের বিশেষ অধিবেশনে কী কী হবে? সরকার ইতিমধ্যেই একটি সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে। জানা গিয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্যানেল গঠন সংক্রান্ত বিল উত্থাপিত হতে চলেছে সংসদে। সেই বিলে নির্বাচন কমিশনার বেছে নেওয়ার প্যানেল থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হতে পারে। এদিকে এছাড়াও সংসদের এই বিশেষ অধিনবেশনে আরও ৭টি গুরুত্বপূর্ণ বিল পেশ হতে পারে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। অ্যাডভোকেট (সংসোধনী) বিল, দ্য প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিয়ডিকাল বিল, পোস্ট অফিস বিলের মতো সব বিল পেশ করা হবে সংসদে। এদিকে এই অধিবেশন চলাকালীনই নতুন সংসদ ভবনে প্রবেশ করবেন সাংসদরা। গণেশ চতুর্থীর দিন নয়া সংসদ ভবনে শুরু হবে অধিবেশন।