‘এক দো তিন’-এ মাধুরি থেকে ‘হাওয়া হাওয়াই’র শ্রীদেবী, একসময় বলিউডের নায়িকাদের নাচের ছন্দে মেতেছে গোটা দেশ। তবে নায়িকাদের এমন সুন্দর নাচের পেছনে যেই মানুষটি ছিলেন তিনি কোরিওগ্রাফার সরোজ খান। বহুবছর ধরে বলিউডের অসংখ্য ছবিতে কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছিলেন সরোজ। শোনা যাচ্ছে এই বিখ্যাত নৃত্যশিল্পীর জীবন নিয়ে সিনেমা হতে চলেছে। কোন অভিনেত্রীকে পর্দায় দেখা যাবে সরোজের ভূমিকায়? এ বিষয়ে জানালেন সরোজ খানের কন্যা।
২০২০ সালে সরোজ খানের মৃত্যুসংবাদে মর্মাহত হয়েছিল গোটা বলিউড। শোনা যাচ্ছে পরিচালক হনসল মেহতা এবং প্রোডিউসার ভুবন কুমার নৃত্যশিল্পীর বায়োপিক বানাতে চলেছেন। সূত্রের খবর অনুযায়ী, অভিনেত্রী মাধুরি দীক্ষিতকে দেখা যেতে পারে সরোজ খানের চরিত্রে।
আরও পড়ুন: ‘শেষ বারের মতো’… কেন এমন বললেন অনিন্দিতা? শেষের পথে এক্কা দোক্কা
এ বিষয়ে সরোজের কন্যা সুকায়িনা খান জানালেন,‘‘এ বিষয়ে এখনও কোনও কিছু সম্পূর্ণ স্থির হয়নি। দলের পক্ষ থেকে আমাকে জানিয়েছে, মায়ের চরিত্রে কোন অভিনেত্রীকে দেখা যাবে তা খুব তাড়াতাড়ি বেছে নেওয়া হবে। আমার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হবে। সঠিক অভিনেত্রীকে বেছে নেওয়া খুব কঠিন।’’
অবশ্য সুকায়িনার মতে কোনও একজনের অভিনেত্রীর পক্ষ সরোজোর গোটা জীবন ফুটিয়ে তোলা সম্ভব নয়। ‘‘১০ বছর বয়সে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন মা। ১৭ বছর বয়সে অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার হিসেবে কাজ শুরু করেন তিনি। ৩৫-৪০ থেকে বছর বয়সে তিনি তাঁর কেরিয়ারের শীর্ষে পৌঁছন।’’
পাশপাশি সুকায়িনা এও জানালেন মাধুরিকে তিনি মায়ের চরিত্রে দেখা যায়। তবে সরোজ খানের বায়োপিকের খবরে বেশ খুশি তাঁর কন্যা। তিনি বলেন,‘‘ভাল কোরিওগ্রাফারের পাশাপাশি তিনি একজন অসাধারণ মা, মেয়ে এবং দিদা ছিলেন।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Madhuri Dixit, Saroj Khan, Saroj Khan Biopic