‘সবটা সেরেই ফেললাম’, দেবলীনাকে কাছে আগলে ভাস্কর, তবে কি নতুন পথচলা শুরু? bhaswar chatterjee and debleena dutt new picture creats controvesy on social media – News18 Bangla

Advertisement

কলকাতা: টলি তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই নেটদুনিয়ায়৷ কোনও ছবি পোস্ট হতেই তা নিমেষে ভাইরাল হয়ে যায়৷ তেমনই টলিপাড়ার নতুন জুটি ভাস্বর ও দেবলীনাকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়৷ রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি তুমুল ভাইরাল হয়েছে যেখানে নববধূর রূপে দেখা গিয়েছে দেবলীনাকে৷ দেবলীনাকে জড়িয়ে ধরে আদুরে ছবি পোস্ট করেছেন তারকা জুটি ৷ এই ছবি দেখে চোখ আটকে গেছে ভক্তদের৷

টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী ভাস্বর ও দেবলীনার এই ছবি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷ লাল হলুদ শাড়িতে দেবলীনা,হাতে শাখা-পলা, গলায় হার, মাথা ভর্তি সিঁদুর, কপালে বড় লাল টিপ চারপাশে চন্দন আঁকা, ঠিক যেন নতুন বউ৷ দেবলীনার সঙ্গে ম্যাচিং করে হলুদ পাঞ্জাবীতে সেজেছেন ভাস্বর চট্টোপাধ্যায়৷ ছবির সঙ্গে চমকপ্রদ ক্যাপশনও দিয়েছেন, যেখানে লেখা রয়েছে- ‘Done and Dusted’ অর্থাৎ সবটা সেরে ফেললাম৷ ছবি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷

Published by:Riya Das

First published:

Tags: Bhaswar chatterjee

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।