চলে গেলেন অভিনেতা বিয়ুন! ক্যানসার কেড়ে নিল ‘ওকজা’ খ্যাত তারকাকে, চোখে জল বিশ্ববাসীর Korean Actor Okja fame Byun Hee Bong passes away – News18 Bangla

Advertisement

চলে গেলেন বিশ্বখ্যাত অভিনেতা। ‘ওকজা’ ছবিটিতে তাঁর অভিনয় এখনও শিহরণ জাগায়। ৮১ বছর বয়সে সোমবার শেষ নিশ্বাস ত্যাগ করলেন বিয়ুন হি বং। কোরিয়ান অভিনেতার মৃত্যুর কারণ এখনও স্পষ্ট জানা যায়নি, তবে দীর্ঘদিন ধরে প্যানক্রিয়াটিক ক্যানসারে ভুগছিলেন তিনি।

আরও পড়ুন: বিয়ের আগে আশিসের ছেলের সঙ্গে দেখা রূপালির, ‘অল্পই কথা হয়, কিন্তু…’, বিস্ফোরক দ্বিতীয় স্ত্রী

কোরিয়ান সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, চিকিৎসার পরে ক্যানসার থেকে সেরে উঠেছিলেন বিয়ুন। কিন্তু আবারও সেই মারণরোগ বাসা বাঁধে তাঁর শরীরে। কোরিয়ান ইন্ডাস্ট্রিতে অভিনেতা হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন বিয়ুন। ১৯৬৬ সালে বাচিক শিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রাখেন বিয়ুন। পরে তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করেন। ৫০ বছরেরও বেশি সময় ধরে বেশ কিছু ছবি ও টেলিভিশন শো-তে কাজ করেছেন বিয়ুন।

কোরিয়ার বিখ্যাত পরিচালক বং জুন হো-র সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। বং জুন-হোর পরিচালনায় প্রথম ‘বার্কিং ডগস নেভার বাইট’-এ অভিনয় করার খ্যাতি অর্জন করেন। এরপর একে একে ‘দ্য হোস্ট’ এবং ‘ওকজা’ ছবিতেও তাঁদের জুটির প্রবল প্রশংসা হয়। এছাড়াও একাধিক ছবিতে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা বিয়ুন।

Published by:Teesta Barman

First published:

Tags: Actor Death

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।