Zooom Airlines: ভারতের আকাশে এবার উড়বে জুম এয়ারলাইন্সের বিমান, AOC ছাড়পত্র দিল DGCA

Advertisement

এবার আসতে চলেছে জুম এয়ারলাইন্স। শনিবার গুরুগ্রামের এই বিমান সংস্থা এয়ার অপারেটর সার্টিফিকেট পেয়েছে বলে খবর। ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের তরফে এই সার্টিফিকেট মিলেছে। ভারতে বাণিজ্যিকভাবে ফ্লাইট চালু করার জন্য এবার ঝাঁপাতে চলেছে জুম বিমান সংস্থা। 

এয়ার অপারেটর সার্টিফিকেট ছাড়া বাণিজ্যিকভাবে বিমান চালানো সম্ভব নয়। সেক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সিভিল এভিয়েশন অথরিটি এই  সব দিক খতিয়ে দেখে এই এয়ার এভিয়েশন সার্টিফিকেট ইস্যু করে। সেক্ষেত্রে এবার জুম এয়ারলাইন্স বাণিজ্যিকভাবে বিমান চালাতে পারবে।

জুম এয়ারলাইন্সের সিইও অতুল গম্ভীর একটি বিবৃতিতে জানিয়েছেন, এয়ার অপারেটর সার্টিফিকেট যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রকম মাইলস্টোনে পৌঁছনর ক্ষেত্রে আমরা আমাদের টিমের কাছে কৃতজ্ঞ।আমরা এওসিটা হাতে পেয়েছি।আমরা যাত্রীদের সর্বোচ্চ পরিষেবা দিতে চাইছি। সর্বোচ্চ স্তরে ট্রাভেল এক্সপেরিয়েন্সের ব্যবস্থা করব।

সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, আমাদের সিআরজে ২০০ বিমানটি আপাতত শুধু ডোমেস্টিক ক্ষেত্রে পরিচালিত হবে। যেভাবে ডোমেস্টিক ক্ষেত্রে যাত্রী সংখ্যা বাড়ছে তাতে আমাদের বিমান সংস্থা তাদের প্রয়োজনীয় পরিষেবা দিতে পারবে। অত্যন্ত ভালো গতিবেগের সঙ্গে, স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাত্রীরা এই বিমানে চাপার সুবিধা নিতে পারবেন। 

এর আগে Zooom Airlines এর নাম ছিল Zoom Airlines। জুম এয়ারলাইন্সের সিইও অতুল গম্ভীর জানিয়েছেন, ভারতের ডোমেস্টিক এভিয়েশন ক্রমশ বাড়ছে। বিমান যাত্রীরা এখন কিছুটা কম টাকার, অথচ স্বাচ্ছন্দ্য রয়েছে  ও নিরাপদ বিমান সংস্থার উপর ভরসা করতে চাইছেন। সেটার সবটা দেবে জুম। আমরা আমাদের পরিষেবার ব্যাপারে অত্যন্ত আস্থাশীল। 

সেই সঙ্গেই তিনি জানিয়েছেন জুম এয়ারলাইন্স যাত্রীদের একটা অন্যরকম অভিজ্ঞতা এনে দেবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কিছু রুট, অভিনব কিছু অভিজ্ঞতা যাতে যাত্রীদের হয় সেটা দেখছে এই বিমান সংস্থা। মোটের উপর দেশের এত বিমান সংস্থার মাঝে নিজেদের একটু অন্যরকমভাবে হাজির করতে চাইছে জুম এয়ারলাইন্স। তবে এর আগে কোভিডের আগে এটা কিছুটা অন্য নামে চলত। কিন্তু ২০২০ সালে এটা বন্ধ হয়ে গিয়েছিল। ফের আসছে জুম। 

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।