রবিবার ৭৩তম জন্মদিন উদযাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ দিনে দেশ জুড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর ঢল নেমেছে। রাজনৈতিক সতীর্থ থেকে শুরু করে প্রতিপক্ষ— সকলেই মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তালিকায় রয়েছেন ফিল্মি দুনিয়ার রথী-মহারথীরাও। কঙ্গনা থেকে অক্ষয়, শাহরুখ থেকে সলমন কেউই বাদ নেই। আরও পড়ুন-সংস্কৃতে গান গেয়ে জন্মদিনে ‘উইশ’ তরুণীর, মুখে হাসি মোদীর, অর্থ কী? রইল ভিডিয়ো
এক্স হ্যান্ডলে মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন ‘জওয়ান’ শাহরুখ। বক্স অফিসে ‘জওয়ান’ সুনামি অব্যাহত। এই ছবিতে সরকারকে প্রশ্ন করার বার্তা দিয়েছেন শাহরুখ। কৃষক আত্মহত্যা, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি-সহ একাধিক জ্বলন্ত সামাজিক সমস্যার কথা উঠে এসেছে। সেই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এর মাঝেই শাহরুখ এদিন মোদীজির উদ্দেশে লেখেন- ‘শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী!! সুস্থ থাকুন, দিনটা আনন্দে ভরে উঠুক। প্রার্থনা করি, আপনি যেন কাজ থেকে একটু ছুটি পান এবং একটু আনন্দ করার সময় পান। অনেক শুভেচ্ছা’।
অন্যদিকে ‘টাইগার’ সলমন খান নমো-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন- ‘মাননীয় প্রধানমন্ত্রীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা’। প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন গবীরের ‘মসিহা’ সোনু সুদ, অভিনেতা রাজকুমার রাও-সহ আরও অনেকে।
মোদীর সঙ্গে একটি ছবি পোস্ট করে তাঁরে বার্থ ডে-র শুভেচ্ছা জানান বরুণ ধাওয়ান। এক্স হ্যান্ডলে ‘বাওয়াল’ তারকা লেখেন- ‘প্রিয় স্যার, আপনাকে শুধু এই দেশের জনগণ ভালোবাসে আর শ্রদ্ধা করে তা নয়, গোটা বিশ্ব আপনার সিংহের ন্যায় গর্জনকে সম্মান জানায়! শুভ জন্মদিন নরেন্দ্র মোদীজি, জয় হিন্দ’।
শুধু শোবিজ ইন্ডাস্ট্রির মানুষজনেরাই নন, রাজনৈতিক দড়ি টানাটানি ভুল এদিন প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ আরও অনেকে।
রবিবার নিজের জন্মদিনের সকালে দিল্লি এয়ারপোর্ট মেট্রো এক্সপ্রেস লাইনের নয়া অংশের উদ্বোধন করেন মোদী। দ্বারকা সেক্টর ২১ থেকে নয়া মেট্রো স্টেশন ‘যশোভূমি দ্বারকা সেক্টর ২৫’ পর্যন্ত উদ্বোধন করেন। তারপর নয়াদিল্লিতে ‘ইন্ডিয়া ইন্টারম্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার’ উদ্বোধনের জন্য মেট্রো ধরেন। যাত্রীদের পাশে বসেন। মেট্রোয় সফরের সময় তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান যাত্রীরা। হাসিমুখে ‘হ্যাপি বার্থডে’ বলতে থাকেন অনেকেই। মোদীর সঙ্গে সেলফি তোলেন। পাশাপাশি মোদীর জন্মদিন উপলক্ষ্যেই শুরু হয়েছে পিএম বিশ্বকর্মা প্রকল্প। ওবিসি সমাজের কারিগরদের সহজ শর্তে ঋণ দেওয়ার লক্ষ্যেই ওই পরিকল্পনা হাতে নিয়েছে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার। এছাড়াও এদিন থেকে চালু হল আয়ুষ্মান ভব প্রকল্প।