Nitish Kumar on Anchor boycott: ‘আমি সাংবাদিকদের পাশে…’ উপস্থাপক বয়কট করেছে ইন্ডিয়া জোট, বেসুরো নীতীশ

Advertisement

অন্তত ১৪ জন উপস্থাপককে বয়কট করেছে ইন্ডিয়া ব্লক। তাদের অনুষ্ঠানে ইন্ডিয়া জোটের কোনও প্রতিনিধি উপস্থিত হবেন না বলেও জানানো হয়েছে। তবে এবার এনিয়ে মুখ খুললেন বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার।

নীতীশ অবশ্য জানিয়েছেন, এনিয়ে তাঁর কিছু জানা নেই। তিনি জানিয়েছেন, আমার এনিয়ে কিছু জানা নেই। আমি সাংবাদিকদের পাশে রয়েছি। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর। তাঁর মতে, হয়তো ইন্ডিয়া জোটের কিছু সদস্যের এটা মনে হয়েছে।

সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে তাঁকে প্রশ্ন করা হয়েছিল ইন্ডিয়া জোটের সাংবাদিক বয়কট নিয়ে আপনার কী মতামত? তিনি বলেন, আমার এনিয়ে কোনও মতামত নেই। আমি সাংবাদিকদের পাশে রয়েছি। সকলেরই স্বাধীনতা রয়েছে। সাংবাদিকদের যেটা ইচ্ছা তারা সেটাই লিখবেন। তাদের কি এভাবে নিয়ন্ত্রণ করা যায়? এটা কি আমি কোনওদিন করেছি? তাদের একটা অধিকার রয়েছে। আমি কারোর বিরুদ্ধে নই। বর্তমানে যারা কেন্দ্রে রয়েছে তারা কিছু মানুষকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। যারা আমাদের সঙ্গে রয়েছে তারা অবশ্যই বুঝবেন যে কিছু একটা হচ্ছে। তবে আমি কারোর বিরুদ্ধে নই। যদি সাংবাদিকদের পুরো স্বাধীনতা থাকে তবে তাদের যেটা পছন্দ সেটাই তারা করুন। প্রত্যেকের নিজের অধিকার রয়েছে।

এদিকে এভাবে উপস্থাপকদের বয়কট করা নিয়ে গোটা দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এভাবে সংবাদমাধ্যমকে বয়কট করা কতটা যুক্তিসংগত তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে এবার এনিয়ে একটা অন্যরকম মতামত দিলেন নীতীশ কুমার।

যাঁদের বয়কট করা হয়েছে তাঁরা হলেন, রিপাবলিক টিভির অর্ণব গোস্বামী, টাইমস নাও নবভারতের নাভিকা কুমার, সুশান্ত সিনহা, আজ তকের সুধীর চৌধুরী ও চিত্রা ত্রিপাঠি, নিউজ ১৮ নেটওয়ার্কের আমন চোপড়া, আমিশ দেবগন, আনন্দ নরসিংহ, ভারত ২৪ এর রুবিকা লিয়াকত, ইন্ডিয়া টুডের গৌরব সাওয়ান্ত ও শিব আরুর, ইন্ডিয়া টিভির প্রাচি পরাশর, ভারত এক্সপ্রেসের অদিতি ত্যাগী ও ডিডি নিউজের অশোক শ্রীবাস্তব।

সম্প্রতি কংগ্রেস নেতা পবন খেরা জানিয়েছিলেন, উপস্থাপকদের বিরুদ্ধে আমাদের কোনও অভিযোগ নেই। কিন্তু প্রতিদিন সন্ধ্যায় খবরের নাম করে যেভাবে ঘৃণা ছড়ানো হচ্ছে তা নিয়ে আমাদের আপত্তি। তিনি জানিয়েছেন, প্রতি সন্ধ্যায় ৫টা থেকে ঘৃণা ছড়ানো হচ্ছে। টিভি চ্যানেলের মাধ্যমে গত ৯ বছর ধরে এটা চলছে। মুখপাত্র আর সমালোচকরা সেখানে যান আর আমরা শুধু দর্শকের মতো ওখানে থাকি। ইন্ডিয়া জোট তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া দরকার। সেকারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইন্ডিয়া জোট কয়েকজনকে উপস্থাপককে চিহ্নিত করেছে। সেই অনুষ্ঠানে আমাদের কোনও প্রতিনিধি যাবেন না।

 

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।