লাইভ আপডেটস
Updated: 17 Sep 2023, 02:02 PM IST
Mohun Bagan vs Diamond Harbour: মোহনবাগানের আজ খাতায়-কলমে সুপার সিক্সের ছাড়পত্র পাওয়ার অপেক্ষা। সবুজ-মেরুন ব্রিগেড হারলেও সুপার সিক্সের ছাড়পত্র পাবে তারা। তবে হাফ ডজনের কম গোল হজম করতে হবে। কী হবে আজ ম্যাচের ফল? লাইভ আপডেট পেতে চোখ রাখুন HT বাংলায়।
এক পা সুপার সিক্সেই বাড়িয়ে রেখেছে মোহনবাগান। শুধু খাতায় কলমে ছাড়পত্র পাওয়ার অপেক্ষা। রবিবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে জিতলে বা ড্র করলেই কলকাতা লিগের মূলপর্বের ছাড়পত্র পেয়ে যাবে সবুজ-মেরুন ব্রিগেড। হারলেও সুপার সিক্সের পথ আটকাবে না। শুধু ডায়মন্ড হারবারের কাছে ছয় গোল হজম করা চলবে না। তবে সেক্ষেত্রে ছিটকে যেতে হবে মোহনবাগানকে।
বাস্তব উবাচ
বাস্তব রায় বলেছেন, ‘সাসপেনশনের জন্যে আমি ডাগআউটে থাকতে পারব না। সহকারী কোচ বিশ্বজিৎ ঘোষাল, গোলকিপার কোচ অভ্র মণ্ডল থাকবে। আমরা একসঙ্গেই কাজ করেছি। বোঝাপড়া ভাল। ওরা জানে আমরা কী চাই। সেই হিসেবেই প্রস্তুতি নিয়েছি।’
বেঞ্চে থাকতে পারবেন না বাস্তব
এই প্রথমবার লিগের প্রাথমিক পর্বের পয়েন্ট সুপার সিক্সে যোগ হবে। তাই মহমেডানের বিরুদ্ধে দু’পয়েন্ট হাতছাড়া করার আক্ষেপটা রয়েছে বাস্তব রায়ের মুখে। রবিবার অবশ্য সেই ভুল আর করতে চায় না সবুজ মেরুন ফুটবলাররা। লিগের শেষ ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিয়েই সুপার সিক্সে যেতে চান বাগান কোচ। তবে সেই পথে একটি বাধা আছে। আগের দিন কার্ড দেখায় বেঞ্চে থাকতে পারবেন না বাস্তব রায়।
মোহনবাগানের হাল
কলকাতা ফুটবল লিগের (প্রিমিয়র ডিভিশন) গ্রুপ ‘এ’-র শীর্ষে আছে মহমেডান স্পোর্টিং ক্লাব। ১২ ম্যাচে পয়েন্ট ২৯। দুই নম্বরে আছে ডায়মন্ড হারবার। ১১ ম্যাচে পয়েন্ট ২৬। তিনে আছে মোহনবাগান। ১১ ম্যাচে পয়েন্ট ২৪। সমসংখ্যক পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে কালীঘাট মিলন সংঘ। তবে কালীঘাট একটি ম্যাচ বেশি খেলেছে। গোল পার্থক্যে মোহনবাগান এগিয়ে। তাই রবিবার যদি মোহনবাগান ড্র করে, তবেই হাসতে হাসতে সুপার সিক্সে উঠে পড়বে। জিতলে তো কথাই নেই। আর হারলেও তারা সুপার সিক্সে পৌঁছতে পারবে, তবে ছয়ের কম গোল খেতে হবে।
বন্ধ করুন