বিচ্ছেদের দু’বছরের মধ‍্যেই বিয়ের পিঁড়িতে নাগা চৈতন‍্য! কার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন সামান্থার প্রাক্তন? south cinema Naga Chaitanya to marry again After separation from Samantha Ruth Prabhu here is the truth – News18 Bangla

Advertisement

দু’বছর হয়ে গেল বিবাহ বিচ্ছেদ হয়েছে নাগা চৈতন‍্য এবং সামান্থা রুথ প্রভুর। দক্ষিণের এই তারকা জুটির বিচ্ছেদে মন ভেঙেছিল বহু ভক্তের। বিচ্ছেদের পর দুজনেই এগিয়ে গিয়েছেন নিজেদের জীবনে। সম্প্রতি এক নায়িকার সঙ্গে নামও জড়িয়েছে নাগার। সূত্রের খবর অনুযায়ী, ফের একবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নাগা চৈতন‍্য আক্কিনেনি। পাত্রী কে?

নাগা-সামান্থার জুটি ঘিরে চর্চা ছিল প্রচুর। বহু বছরের বন্ধুত্বের পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। কিন্তু বিয়ের কয়েক বছরের মধ‍্যেই তাঁরা বিচ্ছেদের ঘোষণা করায় রীতিমতো আহত হয়েছিলেন ভক্তরা।

বিচ্ছেদের পর পরই নাগার সঙ্গে অভিনেত্রী সোভিতা ধুলাপালার সম্পর্ক নিয়ে বেশ চর্চা শুরু হয়। বেশ কয়েকটি জায়গায় একসঙ্গে দেখা যায় চর্চিত জুটিকে। যদিও নাগা কিংবা সোভিতা, দুজনের কেউই নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবে, ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, নাগা চৈতন‍্যের বাবা নাগার্জুন ছেলের দ্বিতীয় বিয়ে দিতে চান।

আরও পড়ুন: চোখ বুজে মন দিয়ে গভীর চুমু! নবনীতার সঙ্গে বিচ্ছেদের পর কোথায় মত্ত জিতু, ছবি প্রকাশ্যে

শোনা যাচ্ছে নাগার্জুন কোনও ব‍্যবসায়ী কন‍্যার সঙ্গে ছেলের বিয়ে দিতে চান। তাঁর হবু বউমার সঙ্গে অভিনয় জগতের কোনও সম্পর্ক থাকুক, এমনটা চান না বাবা নাগার্জুন। যদিও আক্কিনেনি পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কেউ মুখ খোলেননি।

অন‍্যদিকে নাগা এবং সোভিতার সম্পর্ক নিয়েও জোর চর্চা। দুজনকে বেশ কিছু জায়গায় একসঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছে।

Published by:Ankita Tripathi

First published:

Tags: Naga Chaitanya, Samantha ruth prabhu

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।