নতুন ভূমিকায় গৌরব, অভিনেতা থেকে পরিচালক হলেন ‘রাঙা বউ’-এর নায়ক, জানালেন অভিজ্ঞতা Actor Gourab Roy Chowdhury directs a tvc for a company from his production house wiseduck – News18 Bangla

Advertisement

কলকাতা: দিনে মাত্র ২৪টা ঘণ্টা, কিন্তু ওই কয়েকটা ঘণ্টাতেই কত কী করে ফেলেছেন অভিনেতা গৌরব রায়চৌধুরী। অভিনয়, এডিটিং, পরিচালনা, নতুন নতুন আইডিয়ার জন্ম দেওয়া, গৌরব তার মানে একাই একশো। ‘রাঙা বউ’-এর নায়কের এত রূপের কথা তো জানতেনই না তাঁর অনুরাগীরা।

হঠাৎই ইনস্টাগ্রামে চোখে পড়ে গৌরবের নতুন বিজ্ঞাপন মুক্তি পেয়েছে। তাতে পর্দায় কেবল অভিনয়ই করছেন না তিনি। একইসঙ্গে তার পরিচালনার দায়িত্বও তাঁরই কাঁধে ছিল। শুধু তা-ই নয়, প্রযোজনার যাবতীয় গুরুভার নিতে হয়েছে তাঁকেই। শুরুর দিকে বিজ্ঞাপন সংস্থার কর্ণধাররাও বেশ সন্দেহ প্রকাশ করেছিলেন। একা গৌরব বিজ্ঞাপন তৈরির সমস্ত ভূমিকায়? সামলাতে পারবেন তো? কিন্তু গৌরব করে দেখালেন। খুশি করলেন তাঁর ক্লায়েন্টকে।

Published by:Teesta Barman

First published:

Tags: Gourab Roy Chowdhury

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।