কলকাতা: দিনে মাত্র ২৪টা ঘণ্টা, কিন্তু ওই কয়েকটা ঘণ্টাতেই কত কী করে ফেলেছেন অভিনেতা গৌরব রায়চৌধুরী। অভিনয়, এডিটিং, পরিচালনা, নতুন নতুন আইডিয়ার জন্ম দেওয়া, গৌরব তার মানে একাই একশো। ‘রাঙা বউ’-এর নায়কের এত রূপের কথা তো জানতেনই না তাঁর অনুরাগীরা।
হঠাৎই ইনস্টাগ্রামে চোখে পড়ে গৌরবের নতুন বিজ্ঞাপন মুক্তি পেয়েছে। তাতে পর্দায় কেবল অভিনয়ই করছেন না তিনি। একইসঙ্গে তার পরিচালনার দায়িত্বও তাঁরই কাঁধে ছিল। শুধু তা-ই নয়, প্রযোজনার যাবতীয় গুরুভার নিতে হয়েছে তাঁকেই। শুরুর দিকে বিজ্ঞাপন সংস্থার কর্ণধাররাও বেশ সন্দেহ প্রকাশ করেছিলেন। একা গৌরব বিজ্ঞাপন তৈরির সমস্ত ভূমিকায়? সামলাতে পারবেন তো? কিন্তু গৌরব করে দেখালেন। খুশি করলেন তাঁর ক্লায়েন্টকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gourab Roy Chowdhury