Naseeruddin: ‘পাগলামির লক্ষণ!’, নাসিরের ‘জিঙ্গোইস্টিক’ মন্তব্য নিয়ে বাড়ছে নিন্দে, সরব ‘কেরালা স্টোরি’র বাঙালি পরিচালক

Advertisement

বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহকে নিয়ে গত কয়েকদিন ধরেই সরব হয়েছে বলিউডের একটা অংশ। যার পিছনে আছে নাসিরসাহেবের করা একটি মন্তব্য। যেখানে তিনি বলেছিলেন, গদর ২, দ্য কাশ্মীর ফাইলস, দ্য কেরালা স্টোরির মতো ছবিগুলি অস্বস্তিকর। জিঙ্গোইজমের প্রাচারক। আর সেইসব কথা সামনে আসার পর থেকেই যেন উঠে গিয়েছে সমালোচনার ঝড়। 

কী বলেছিলেন নাসিরুদ্দিন শাহ?

বলিউডে সাম্প্রতিক সাফল্য পাওয়া হিন্দি ছবি নিয়ে কথা বলতে গিয়ে নাসিরুদ্দিন বলে বসেন, ‘এটা বিরক্তিকর যে ‘কাশ্মীর ফাইলস’-এর মতো চলচ্চিত্রগুলি এত ব্যাপকভাবে জনপ্রিয় যেখানে সুধীর মিশ্র, অনুভব সিনহা এবং হনসল মেহতা, যারা তাদের সময়ের সত্য ঘটনা চিত্রিত করার চেষ্টা করছেন তাদের তৈরি করা চলচ্চিত্রগুলি লোক দেখে না৷ আসলে এখন আপনি যত বেশি জিঙ্গোইস্ট হবেন, তত বেশি জনপ্রিয় হয়ে উঠবেন। কারণ এই ভাবনাই এখন দেশে চলছে। দেশকে ভালোবাসা স্পষ্ট নয়, তা ঢাকঢোল পিটিয়ে বলতে হবে। লোকেরা বুঝতে পারে না যে তারা যা করছে তা খুব ক্ষতিকারক। এই যেমন, ‘কেরালা স্টোরি’ এবং ‘গদর ২’-এর মতো ছবি, আমি সেগুলি দেখিনি তবে আমি জানি সেগুলি কী।’

মুখ খুললেন কেরালা স্টোরি-র পরিচালক সুদীপ্ত সেন

এর আগেই নাসিরুদ্দিনের বিপক্ষে কথা বলতে শোনা গিয়েছে বিবেক অগ্নিহোত্রী, অনিল শর্মাদের। এবার মুখ খুললেন ‘দ্য কেরালা স্টোরি’র বাঙালি পরিচালক সুদীপ্ত সেন। বলেন, ‘একটা মানুষের সিনেমা না দেখে মন্তব্য করা আসলে পাগলামোর লক্ষণ। ২ মাস ধরে খুঁটিয়ে দেখার পর সিবিএফসি এই সিনেমাকে ছাড়পত্র দেয়। উনি নিজের খ্যাতির উপরেই প্রশ্নের চিহ্ন ফেলে দিয়েছেন। আমি নাসিরজিকে যথেষ্ট সম্মান করি। কিন্তু আমার সিনেমাকে জিঙ্গোইস্টিক বলা খুব দায়িত্বহীন কথাবার্তা। তাও আবার তার থেকে যে ছবিখানা দেখেইনি।’

মুখ খুলেছিলেন গদর ২-এর পরিচালক অনিল শর্মাও

সানি দেওল ও আমিশা পাটেলের সিনেমার পরিচালক অনিল শর্মাও মুখ খুলেছিলেন নাসিরুদ্দিন শাহের বিরুদ্ধে। তিনি বলেছিলেন, ‘আমি তাঁর (নাসিরুদ্দিনের) অভিনয়ের একজন ভক্ত। তিনি যদি এই বক্তব্যগুলো দিয়ে থাকেন, তাহলে আমি তাকে আমার সিনেমা দেখার জন্য অনুরোধ করতে চাই। আমার বিশ্বাস তারপর তিনি অবশ্যই তার মতামত পরিবর্তন করবেন। নাসির সাহেব (নাসিরুদ্দিন শাহ) ভালো করেই জানেন যে, আমি আমি সবসময় মশলার জন্য সিনেমা বানিয়েছি, এবং কখনোই রাজনৈতিক এজেন্ডা আমার চলচ্চিত্রের অংশ ছিল না।’

কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রীর কী বক্তব্য়?

নাসিরুদ্দিন শাহকে ধর্ম তুলে খোঁচা দিয়েছিলেন বিবেক অগ্নিহোত্রী, যিনি বর্তমানে ব্যস্ত রয়েছে ‘দ্য ভ্যাক্সিন ওয়ার’ নিয়ে। বলে বসেন, ‘নাসিরুদ্দিন শাহ এমন ছবিতে অভিনয় করেন, যে ছবি গণহত্যাকে সমর্থন করে এবং এটা ওঁর ধর্মের কারণে বা হতাশার কারণে হতে পারে। তবে যে কারণেই হোক না কেন, সম্ভবত উনি সন্ত্রাসীদের সমর্থন করেন। নাসির যা বলেন তা আমি পাত্তাও দিই না কারণ সন্ত্রাসবাদের প্রতি আমার কোনও সহনশীলতা নেই, হয়তো উনি তাদের ভালোবাসেন। আমি নাসির ভাইয়ের অভিনয় দেখেই দ্য তাসখন্দ ফাইলস-এ ওঁকে কাস্ট করেছিলাম। কিন্তু তারপরে ওঁর এমন ভীমরতি হল কী করে কে জানে!’

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।