অন্তর্বাস নয়। অভিনয় করতে হবে নগ্ন হয়ে। নাহলে দর্শক দেখবে কেন কেরিয়ারের শুরুতে এমনই প্রস্তাব পেয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়ঙ্কা জানিয়েছিলেন, ‘উত্তেজক নাচ করে আমায় প্যান্টি খুলতে বলা হয়েছিল সেটে’। সেদিনই ওই ছবি না করার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা।
মেগান মার্কেলের বিতর্কিত সাক্ষাৎকারের জেরে গোটা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে মার্কিন সঞ্চালিকা ওপেরা উনফ্রে-র টক শো। সেখানেই নিজের জীবনের এই ভয়ঙ্কর ঘটনা তুলে ধরেন প্রিয়াঙ্কা।
২০১৮ সালে মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রিয়াঙ্কা চোপড়া। রাজস্থানের উমেদ ভবনে বসে বিয়ের আসর। রাজস্থানে বিয়ের পর দিল্লি এবং মুম্বইতে পরপর ৩ বার বসে নিক এবং প্রিয়াঙ্কার রিসেপশন। তার পর থেকে সুখে-দুঃখে পাশাপাশিই দেখা যায় প্রিয়াঙ্কা ও নিককে।
মার্কিন মুলুকে দেশি গার্লের পায়ের তলার মাটি বেশ শক্ত। নিউইয়র্ক শহরে তাঁর রেস্তোরাঁ সোনা-য় উপচে পড়ে ভিড়। তাঁর নিজের স্কিনকেয়ার ব্র্যান্ড রয়েছে। তাঁর চলচ্চিত্র প্রযোজনা সংস্থার নাম পার্পল পেবল পিকচার্স।আমেরিকায় প্রিয়াঙ্কার ২৩৮ কো.টি টাকার বাড়ি রয়েছে। এছাড়াও মুম্বাইতে তার দুটি বিলাসবহুল বাড়ি রয়েছে যার দাম প্রায় ৮ কোটি টাকা। গোয়ার বাগা বিচের কাছে তার একটি সম্পত্তি রয়েছে যার মূল্য প্রায় ২০ কোটি টাকা। এখন ছোট্ট মেয়েকে নিয়ে সুখেই দিন কাটছে প্রিয়াঙ্কার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Priyanka Chopra