সপ্তাহ ঘুরে আরও একটা উইকেন্ড চলে এল। আর বলাই বাহুল্য শাহরুখ খানের ছবির সামনে আরও একটি সুযোগ চলে এল লাফিয়ে লাফিয়ে আরও বেশি আয় করার জন্য। আবারও নতুন নতুন রেকর্ড গড়ার জন্য। ইতিমধ্যেই এই ছবিকে ব্লকব্লাস্টার ঘোষণা করা হয়েছে, আর এদিকে দেখতে দেখতে ছবিটি বিশ্বজুড়ে প্রায় ৭০০ কোটি টাকা আয় করে ফেলেছে।
বিশ্বজুড়ে শাহরুখ খানের ছবি জওয়ানের বক্স অফিস কালেকশন
ট্রেড অ্যানালিস্ট মনোবল বিজয়বালা জানিয়েছেন বিশ্বজুড়ে জওয়ান ২৮ কোটি টাকা আয় করেছে বৃহস্পতিবার। একই সঙ্গে ছবি রিলিজ থেকে আজ পর্যন্ত কবে কত টাকা আয় করেছে এই ছবি সেই হিসেব দেখিয়েছেন। তিনি লিখেছেন, ‘জওয়ানের বিশ্বজুড়ে আয়। শাহরুখ খানের ছবি ৭০০ কোটির থেকে আর একটু দূরে।’ সঙ্গে তিনি হ্যাশট্যাগ দিয়ে লেখেন, জওয়ান, শাহরুখ খান, নয়নতারা, অ্যাটলি।
এরপর দিন ভাগ করে কবে এই ছবি কত আয় করেছে সেটার হিসেব দেখিয়েছেন। এই ট্রেড অ্যানালিস্টের রিপোর্ট অনুযায়ী –
প্রথমদিন এই ছবি ১২৫.০৫ কোটি টাকা আয় করেছে।
দ্বিতীয় দিন ১০৯.২৪ কোটি আয় করেছে।
তৃতীয় দিন ১৪০.১৭ কোটি টাকা ঘরে তুলেছে।
চতুর্থ দিন এটি ১৫৬.৮০ কোটি টাকা আয় করেছে।
আরও পড়ুন: জওয়ানে ৮ পাতার ডায়লগ গড়গড় করে আওড়েছিলেন শাহরুখ, এখনও ঘোর কাটছে না সঞ্জিতার
আরও পড়ুন: চালেয়ার সুরে নাচ কীর্তি সুরেশ-কৃষ্ণপ্রিয়ার, মাঝে ঢুকে পড়ে কোন চমক দিলেন অ্যাটলি?
পঞ্চম এবং ষষ্ঠ দিন জওয়ান ৫২.৩৯ কোটি এবং ৩৪.২১ কোটি টাকা আয় করেছে যথাক্রমে। সপ্তম এবং অষ্টম দিনে ছবিটি ৩৪.০৬ কোটি এবং ২৮.৭৯ কোটি টাকা আয় করেছে জওয়ান। অর্থাৎ এটি এখনও পর্যন্ত মোট ৬৮৪.৭১ কোটি টাকা আয় করেছে।
বৃহস্পতিবার এই ছবি উত্তর আমেরিকায় ৩৩৪,৪৭৬ ডলার আয় করেছে। অর্থাৎ এই দেশে এটি মোট ৯,৬৭৫,১৯১ ডলার বা ৮০.৩৭ কোটি টাকা আয় করেছে। একটি টুইটে জানানো হয়েছে, ‘একই বছর শাহরুখের দুটি চভ পর পর ১০ মিলিয়ন ডলার আয় করতে চলেছেন দ্বিতীয় ছবি এই শুক্রবারেই এই ক্লাবে ঢুকে যাবে। বহু বছর পর একটা নতুন রেকর্ড গড়তে চলেছে।’
জওয়ান শাহরুখের এই বছরের দ্বিতীয় ছবি। চলতি বছর জানুয়ারি মাসে পাঠান মুক্তি পায়। সেই ছবিও বিশ্বজুড়ে ১০০০ কোটি টাকার বেশি ব্যবসা করে। জওয়ান এখন সেই লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে চলেছে। এই ছবিতে শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, রিদ্ধি ডোগরা, প্রিয়ামণি, প্রমুখকে দেখা যাচ্ছে। এটির পরিচালনা করেছেন অ্যাটলি।