কলকাতা: প্রবীণ অভিনেতা সতিন্দ্র কুমার খোসলা প্রয়াত। ইন্ডাস্ট্রিতে বীরবল নামে পরিচিত অভিনেতা মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুম্বইয়ের একটি হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স ৮০-র কোঠায় ছিলেন।
সতীন্দ্রর বন্ধু জুগনু সংবাদমাধ্যম অভিনেতার মৃত্যুর খবর জানিয়েছেন। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে তাঁর হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়। বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন সতীন্দ্রর প্রয়াণে শোক প্রকাশ করেছে।
আরও পড়ুন: ‘এই জন্যই…’, পরোয়া না করেই সন্দীপ্তার রহস্য ফাঁস রূপাঞ্জনার! এ কী বলে ফেললেন
আরও পড়ুন: হাজার ঝক্কি! সুন্দর থাকতে শুধু একটি কাজ করছেন অন্তঃসত্ত্বা শুভশ্রী, সেটি কী
সতীন্দ্র তাঁর কমিক চরিত্রগুলির জন্য সর্বাধিক পরিচিত। ‘রোটি কাপড়া মকান’, ‘উপকার’, ‘ক্রান্তি’র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে ‘শোলে’-তে জেলের কয়েদির চরিত্রে অভিনয় করে তিনি তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। তা ছাড়াও ‘নসিব’, ‘ইয়ারানা’, ‘হম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘অঞ্জাম’-এর মতো ছবিতেও অভিনয় করেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Bollywood News