ডেঙ্গির থাবায় মৃত্যু উদীয়মান চিকিৎসকের, গড়ে গেলেন দেহদানের নজির

Advertisement

বর্ষা নামতেই রাজ্যে বিভিন্ন এলাকায় ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গি। ডেঙ্গি মোকাবিলায় উদাসীনতার অভিযোগ উঠেছে একাধিক পুরসভা ও পঞ্চায়েতের বিরুদ্ধে। এবার ডেঙ্গি আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যু হল এক চিকিৎসকের। মাত্র ২৮ বছর বয়সে মৃত্যু হল কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসক দেবদ্যুতি চট্টোপাধ্যায়ের। শুক্রবার ভোরে শহরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর আগে দেহদানের শপথ করেছিলেন দেবদ্যুতি। সেই ইচ্ছাকে মর্যাদা দিয়ে তাঁর দেহ চিকিৎসাবিজ্ঞেনের গবেষণায় দান করেছেন পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দেবদ্যুতিবাবুর কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল। তার পর তাঁর ডায়াবেটিস ধরা পড়ে। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। ১২ সেপ্টেম্বর ডেঙ্গি সনাক্ত হলে তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। শুক্রবার ভোর ৪টে ৪০ মিনিট নাগাদ সেখানেই মৃত্যু হয় তাঁর। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি সংক্রমণের কথা উল্লেখ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আগেই মরণোত্তর দেহদানের শপথ করেছিলেন দেবদ্যুতিবাবু। তাঁর ইচ্ছেকে সম্মান দিয়ে শুক্রবার তাঁর দেহ দান করেছেন পরিবারের সদস্যরা। চিকিৎসকদের মতে, কিডনি প্রতিস্থাপন হওয়ায় দেবদ্যুতিবাবুর শরীরের প্রতিরোধক্ষমতা কিছুটা কম ছিল।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।