কলকাতা: চলে গেল কাছের মানুষ৷ অকালে বোনকে হারালেন টলি অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়৷ বোনকে হারিয়ে শোকের কাতর অভিনেতা৷ প্রিয়জনকে হারিয়ে রীতিমতো ভেঙে পড়েছেন অভিনেতা৷
গত মঙ্গলবার মাঝরাতে একটি পোস্ট করেছিলেন সাহেব চট্টোপাধ্যায়৷ অভিনেতা জানিয়েছেন, ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন তাঁর বোন৷ তিনি লেখেন,নমস্কার, আমি সাহেব চট্টোপাধ্যায়৷ আমার ছোট বোন হসপিটালে খুবই সিরিয়াস অবস্থা৷ আমার ব্লাড ডোনার প্রয়োজন A+ প্লেটলেট ডোনার৷ সুগার থাকলে হবেনা এবং থাইরয়েড থাকলেও হবেনা৷ বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে৷ আমার দাদার সঙ্গে একটু যোগাযোগ করবেন৷ তবে একজন ডোনার নয় বরং প্রায় ১০-১২ লোকের দরকার৷ দয়া করে সাহায্য করুন৷ সেই সঙ্গে হাসপাতালের পুরো ডিটেলসও লিখে দিয়েছিলেন অভিনেতা৷
আরও পড়ুন- ‘ব্লাউজ খুলে শুধু ব্রা পরতে হবে’, অমিতাভের সঙ্গে শ্যুটিংয়ে মেজাজ হারান মাধুরী, পরের ঘটনা আরও ভয়ঙ্কর
আরও পড়ুন- ভয়ঙ্কর ভূমিকম্প! ৪ ঘন্টার মধ্যেই মণিপুরের পর আবারও কেঁপে উঠল আন্দামান, বাড়ছে আতঙ্ক
অভিনেতা সাহেবের এই পোস্ট দেখে অনেকেই এগিয়ে এসেছিলেন রক্ত দেওয়ার জন্য৷ কিন্তু শেষরক্ষা আর হল না৷ শেষমেষ মঙ্গলবার রাত ১ টার সময় মৃত্যু হয়েছে তাঁর বোনের৷ কয়েক দিনের জন্য কলকাতার বাইরে ছিলেন অভিনেতা৷ কলকাতায় ফিরেই হাসপাতালে যান অভিনেতা৷ রক্ত জোগাড় করারও অনেক চেষ্টা চালিয়েছিলেন সাহেব৷ তারপরও ২ দিনের মধ্যে চলে গেলেন তিনি৷ সাহেবের নিজের মাসির মেয়ে, তাঁদের বাড়িতেই ছোটবেলা থেকে বড় হয়েছে৷ নিজের বাবা -মাকে হারানোর পর সাহেবের মায়ের কাছেই থাকতেন তিনি৷ তবে এভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আচমকা বোনের চলে যাওয়ায় প্রচন্ড ভেঙে পড়েছেন অভিনেতা৷
নিজের পোস্টের কমেন্টে সাহেব নিজেই জানান, আমি গভীরভাবে কৃতজ্ঞ এবং আপনাদের ভালবাসা এবং সহানুভূতির জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ৷ তবে আমি আপনাদের দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজ সকালে আমি আমার বোনকে হারিয়েছি ৷ ভালো থাকুন..সবার জন্য ভালোবাসা৷ সাহেবের ভক্তরা সকলেই তাঁর বোনের জন্য শান্তি কামনা করেছেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Tollywood Actor