রাস্তা থেকে জোর করে তরুণীকে গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগ TMC নেতার বিরুদ্ধে

Advertisement

ব্যস্ত রাস্তায় এক তরুণীকে জোর করে গাড়িতে তুলে শ্লীলতাহানি করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাস্থল হুগলির পান্ডুয়া। অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ মোমিনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে তৃণমূল।

শনিবার রাতে পান্ডুয়ার জয়পুরে জাতীয় সড়কের ওপর ১৯ বছরের ওই তরুণীকে জোর করে গাড়িতে তোলেন তৃণমূল নেতা শেখ মোমনি। এর পর প্রায় ৫ কিলোমিটার দূরে সিমলাগড়ে নির্জন জায়গায় গাড়ি দাঁড় করিয়ে তার শ্লীলতাহানি করে। তরুণীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শেখ মোমিনকে হাতেনাতে ধরে। ধৃত শেখ মোমিন কোটালপুকুর এলাকায় ক্ষীরকুন্ডা গ্রামের তৃণমূলের অঞ্চল সভাপতি বলে জানা গিয়েছে।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পান্ডুয়া থানার পুলিশ। তরুণীকে উদ্ধার করে তারা। এর পর শেখ মোমিনকে গ্রেফতার করেন আধিকারিকরা। আটক করা হয় গাড়িটি।

তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, ‘কেউ অপরাধ করে থাকলে পুলিশ তার বিরুদ্ধে পদক্ষেপ করবে। এই নেতাকে আমরা দল থেকে বহিষ্কারের সুপারিশ করব।’

প্রাক্তন সিপিআইএম বিধায়ক আমজাদ হোসেন বলেন, ‘দুষ্কৃতীরাই এখন তৃণমূল করছে। যার ফলে এই ধরণের ঘটনা ঘটছে। তবে পুলিশ ভালো কাজ করছে। মেয়েটিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিয়েছে।’

আক্রান্ত তরুণীর ঠাকুরদা বলেন, পাড়ার এক যুবক খবর দিল, নাতনিকে তুলে নিয়ে গিয়েছে। খবর পেয়েই ছুটে থানায় গিয়ে দেখি ও সেখানে বসে আছে। অভিযুক্ত তৃণমূল নেতা। পুলিশকে বললাম, যা ভালো মনে হয় করুন। শনিবার রাতের এই ঘটনায় রাজ্যে নারী নিরাপত্তাকে ফের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে বলে দাবি বিরোধীদের।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।